অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত প্রায় ৫ লাখ স্মার্টফোনে ছড়িয়েছে ‘জোকার’ নামের একটি স্পাইওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রাম। অ্যান্ড্রয়েড ডিভাইসে এসব স্প্যাইওয়্যার এসেছে গুগলের প্লে স্টোর থেকে। প্লেস্টোরে থাকা ২৪টি অ্যাপে লুকানো এই স্পাইওয়্যার সম্পর্কে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ক্ষতিকর এসব অ্যাপ ৪ লাখ ৭২ হাজার বারের বেশি ডাউনলোড হয়েছে।
গত জুন মাসে প্রথম খোঁজ পাওয়া যায় ‘জোকার’ নামের এ ম্যালওয়্যারটির। যখন এটি কারও স্মার্টফোন বা অন্য ডিভাইসে আক্রমণ করে তখন এটি এসএমএসের অ্যাকসেস নিতে পারে। এ ম্যালওয়্যার ছড়ানো দুর্বৃত্তরা জোকার ব্যবহার করে স্মার্টফোনের কন্টাক্ট লিস্ট ও ডিভাইসের সব তথ্য হাতিয়ে নিতে পারে। এতে ব্যবহারকারীর প্রাইভেসি বা ব্যক্তিগত গোপন বিষয়গুলো হুমকির মুখে পড়ে যায়।
প্রাইভেসি নিয়ে দুশ্চিন্তা বাড়ানোর পাশাপাশি জোকার অনেকটাই গোপনে কোনো অ্যাপের সাবসক্রিপশন চালু করে দেয় বা কোনো ওয়েবসাইটের প্রিমিয়াম সেবা বা অ্যাপ কেনাকাটা করতে পারে।
সফটওয়্যার ডেভেলপার অ্যালেক্সেজ কুপারনিস মিডিয়ামে লেখা এক ব্লগ পোস্টে জোকার ম্যালওয়্যারটি বিশ্লেষণ করেছেন। জোকার ম্যালওয়্যারটি বিশ্বের ৩৭টি দেশে আক্রান্ত অ্যাপের মাধ্যমে ছড়িয়েছে। এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে জোকার ম্যালওয়্যার আক্রান্ত ডিভাইস রয়েছে।
গুগল প্লেস্টোর থেকে জোকার ম্যালওয়্যারে আক্রান্ত ২৪টি অ্যাপ সরিয়ে ফেলার কথা বলেছে গুগল।