ওয়েব

অ্যান্ড্রয়েডের সাত সতেরো

.

যখন অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন কিনবেন স্বভাবতই চাইবেন ফোনের ক্যামেরা, পর্দা, র্যা ম, গ্রাফিকস একটু পরখ করে নেওয়া যাক। কিন্তু কখনো কি জানার ইচ্ছে হয়েছে এসব যন্ত্র কিভাবে কাজ করে? অ্যান্ড্রয়েড নির্মাতারা কেন আলফা বেটা সংস্করণ ছাড়ে? কিভাবে অপ্রয়োজনীয় মুহূর্তে প্রসেসরের গতি কমিয়ে ব্যাটারির চার্জ ধরে রাখতে পারে! অ্যান্ড্রয়েড নিয়ে এমন সব তথ্য সাবলীল বাংলায় উপস্থাপন করা হয়েছে ‘ড্রয়েড ৫২’ নামের ওয়েবসাইটে (www.droid52.com)। ‘অ্যান্ড্রয়েড ছড়িয়ে যাক মাতৃভাষায়’ এমন স্লোগান নিয়ে গত জানুয়ারিতে যাত্রা শুরু করেছে ‘ড্রয়েড ৫২’।
প্রতিটি বিষয় আলাদা বিভাগে সাজানো হয়েছে এই সাইটে। দরকারি বিভিন্ন কাজের অ্যাপ্লিকেশন নিয়ে সাজানো হয়েছে অ্যাপ্লিকেশন বিভাগটি। সাইটের টিউটোরিয়াল বিভাগে ধাপে ধাপে ছবিসহ জটিল বিষয় অত্যন্ত সহজ করে তুলে ধরা হয়েছে। যেমন: ফোনের অভ্যন্তরীণ মেমোরি বাড়ানো, বাংলা ফন্ট পরিবর্তন, ফোনের ব্যাটারি কার্যকর করা। কীভাবেই বা ফোনকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন, এমন বিষয় সহজে বোঝানো হয়েছে। যা আপনাকে অ্যান্ড্রয়েড যন্ত্র অভিজ্ঞতা বাড়িয়ে দেবে। এ ছাড়াও যেকোনো সমস্যায় তাদের ফেসবুক গ্রুপে (facebook.com/groups/droid52) পোস্ট করার পর

তমাল সেন

তাৎক্ষণিক সমাধানও পাওয়া যায়।
সাইটের নাম ড্রয়েড ৫২ কেন? সাইটটির নির্মাতা তমাল সেন বললেন, ‘৫২-এর সঙ্গে আমাদের ভাষা আন্দোলন আর মাতৃভাষা বাংলার আত্মিক যোগাযোগ। বাংলায় অ্যান্ড্রয়েডবিষয়ক জটিল ব্যাপারগুলো সহজ করে তুলে ধরতেই সাইটের যাত্রা।’ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে প্রথম বর্ষে পড়ছেন তমাল। দুই বছর ধরে প্রোগ্রামিংয়ের সঙ্গে যুক্ত। বন্ধুদের উৎসাহে ড্রয়েড ৫২ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। বন্ধু মুনতাসির, রাজেশ, দিদারুল আর আসিফ তাঁর কাজে উৎসাহ জুগিয়েছে বলে জানালেন।