ফটো ফিচার

মার্তিনেজের ঘরে নতুন অতিথি

ডালাসে স্ত্রী–সন্তানদের নিয়ে ইন্টার মায়ামির জয় উদ্‌যাপন করেছেন ডেভিড বেকহাম। স্ত্রী–সন্তানদের নিয়ে বেশ ঘুরছেন অ্যারন ফিঞ্চ–দানি কারভাহাল। আর ঘরে নতুন অতিথিকে পেয়ে উচ্ছ্বসিত লাউতারো মার্তিনেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
ডেভিড বেকহামের সময়টা এখন দারুণ কাটছে। লিওনেল মেসি আসার পর রীতিমতো উড়ছে তাঁর দল ইন্টার মায়ামি। ডালাসে গিয়ে লিগস কাপের আরেকটি ম্যাচে মায়ামির জয় কাছ থেকে উপভোগ করলেন বেকহাম। এ সময় তাঁর স্ত্রী ও দুই সন্তানও উপস্থিত ছিলেন। তবে অন্য দুই সন্তান রোমিও বেকহাম ও ব্রুকলিন বেকহামকে মিস করার কথাও বলেছেন বেকহাম
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ স্ত্রী–সন্তান নিয়ে ঘুরছেন বোস্টনে। ঘোরাঘুরির এক পর্যায়ে সন্তানের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুললেন ফিঞ্চ
চারটি ব্যাগসহ এই ছবি দেখার পর ঘটনা বোঝা কঠিন কিছু নয়। সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান পরিবার নিয়ে যাচ্ছেন ছুটি কাটাতে। ক্যাপশনেও তিনি জানিয়ে দিয়েছেন, ‘সময়টা এখন ছুটির’
নতুন মৌসুম শুরু আগে পরিবারকে সঙ্গ দিচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা দানি কারভাহাল। ছবিটাই বলছে, সময়টা ভালোই কাটছে তাঁর
পোষা কুকুরকে নিয়ে মজা করে অবকাশ যাপন করছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা ফেরান তোরেস
রান্না নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে ইকার ক্যাসিয়াসের। স্পেনের এই কিংবদন্তি গোলরক্ষক ক্যাপশনে লিখেছেন, ‘মানুষ জানে না আমি কত ভালো রান্না করি’
দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন লাউতারো মার্তিনেজ। স্ত্রীর সঙ্গে নবাগত সন্তানের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এই ফুটবল তারকা। ক্যাপশনে উচ্ছ্বসিত মার্তিনেজ লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর দিনগুলোর একটি। তোমাকে নিজেদের কাছে পেয়ে দারুণ খুশি। ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য তোমার ছোট্ট বোনটি ঘরে অপেক্ষা করছে। এখন আমরা চারজন। স্বাগতম থিও। আমরা তোমাকে ভালোবাসি’