নেইমারের ‘জীবন’ আর শেবাগ–শোয়েবের সরস সময়

এক ফ্রেমে আতহার আলী খান ও কার্টলি অ্যামব্রোস। লর্ড মেয়র অব ম্যানচেস্টারের সঙ্গে শহীদ আফ্রিদি। শোয়েব আখতার ও বীরেন্দর শেবাগের সরস সময়। জর্ডান হেন্ডাসনের হাসিমুখ আর নেইমারের জীবন এবং শচীন টেন্ডুলকারের আনন্দ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।  
সৌদি আরবে গিয়ে মুখের হাসি মুছে গিয়েছিল ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের। ডাচ ক্লাব আয়াক্সে যোগ দিয়েই আবার হাসিমুখে সেলফি তুললেন সাবেক এই লিভারপুল তারকা
তির–ধনুক হাতে নিশানা ভেদের চেষ্টা করছেন ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। ছবিটি দিয়ে মজা করে লিখেছেন, ‘অনিল দ্য আর্চার।’
বিপিএল শুরুর মুহূর্তে এই ছবি পোস্ট করেছেন মুশফিকুর রহিম। ফরচুন বরিশালের এই তারকা ক্রিকেটার দারুণ কিছুর প্রত্যাশাই করছেন
প্রথম পাকিস্তানি হিসেবে লর্ড মেয়র অব ম্যানচেস্টারের দায়িত্ব পালন করছেন ইয়াসিমন দার। তাঁর সঙ্গে দেখা করে আনন্দের কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি
বিপিএলে ধারাভাষ্য দিতে বাংলাদেশে এসেছেন কার্টলি অ্যামব্রোস। কিংবদন্তি এ ফাস্ট বোলারকে স্বাগত জানিয়ে ছবিটি পোস্ট করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান
সম্প্রতি শিশু স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতা ও সহায়তা বাড়ানোর জন্য আয়োজন করা হয়েছিল একটি প্রীতি ম্যাচ। সেই ম্যাচে মাঠে নেমেছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি কাপের সেই ম্যাচে জিতেছেও টেন্ডুলকারের দল। ব্যাট হাতে ১৬ বলে ২৭ রান করেছেন টেন্ডুলকার। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দলের জয় এবং সেবামূলক কার্যক্রমে যুক্ত থাকতে পেরে আনন্দের কথা জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার
বন্ধুরা এভাবেই বরণ করে নিয়েছেন মোহাম্মদ শামিকে। ছবিটি দিয়ে শামি লিখেছেন, ‘আমার বন্ধুদের ধন্যবাদ।’
সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের মধ্যে খুনসুটি ও কথার লড়াই চলতেই থাকে। এবার সেই শোয়েব আখতার ও বীরেন্দর শেবাগ একসঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে। সেখানে শেবাগের সঙ্গে তোলা ছবি পোস্ট করে পাকিস্তানের সাবেক গতিতারকা লিখেছেন, ‘বীরেন্দর শেবাগের সঙ্গে সময়টা কখনো নীরস কাটে না।’
আমার জীবন’—এই ক্যাপশন দিয়ে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার