ফটো ফিচার

হার্দিকের আবার বিয়ে, কাকার দ্বিতীয় মেয়ে

বিয়ে করেছেন আগেই। সন্তানও আছে। তবু আরেকবার বিয়ে করলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এ দিকে ভালোবাসা দিবস শেষ হলেও, শেষ হয়নি এর রেশ। প্রিয়জনদের নিয়ে সময় কাটিয়েছেন সৌম্য সরকার–ফিলিপে কুতিনিওরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো তারকাদের ছবি দেখুন ফটো ফিচারে—
স্ত্রী প্রিয়া দেবনাথের সঙ্গে সৌম্য সরকার। ভালোবাসা দিবসে তোলা ছবিটি পোস্ট করেছেন প্রিয়া
দেখেই বোঝা যাচ্ছে খোশমেজাজে আছেন মেম্ফিস ডিপাই। আতলেতিকো মাদ্রিদে খেলা এই ডাচ ফরোয়ার্ডের খুশির কারণ জন্মদিন। ১৩ ফেব্রুয়ারি জন্মদিনে শুভকামনা জানানো শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি
বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে মারনাস লাবুশেন ভারতে পা রেখেছেন দুই সপ্তাহ আগে। দেশে রেখে এসেছিলেন স্ত্রী-সন্তানকে। এ সপ্তাহে তারাও চলে এসেছেন ভারতে। সন্তানকে কাছে পেয়ে পরম আনন্দ বাবা লাবুশেনের
দ্বিতীয় কন্যা সন্তানের মা হয়েছে কার্লোস দিয়াজ। ব্রাজিলিয়ান এই মডেলকে যদি নাও চেনেন, তাঁর স্বামীকে নিশ্চয়ই চিনবেন—কাকা। সাবেক ব্রাজিলের তারকা ফুটবলার ফের বাবা হয়েছেন ১৩ ফেব্রুয়ারি। মেয়ের নাম রাখা হয়েছে সারাহ। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কাকার স্ত্রী দিয়াজ
আগের রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্নের কাছে হেরেছে পিএসজি। মাঠের ফুটবলে সময়টা বেশ অস্বস্তির। তবে সের্হিও রামোসের ইনস্টাগ্রামে ঢু মেরে পাওয়া গেলে কেতাদুরস্ত ভঙ্গিমার এই ছবি। ক্যাপশনে অবশ্য কিছুই লেখেননি
ভালোবাসা দিবসে সঙ্গীকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন অ্যাস্টন ভিলার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপে কুতিনিও
সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিয়েটা তিন বছর আগেই সেরে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। তবে ঘটা করে অনুষ্ঠান করতে পারেননি তখন। সেই আক্ষেপ ঘোচাতে আবারও বিয়ে করেছেন ভারতীয় অলরাউন্ডার। রাজস্থানের উদয়পুরে দুজনের ধর্মমতে আবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। আয়োজন ছিল আড়ম্বরপূর্ণ