ভক্তকে সঙ্গে নিয়ে শৈশবের ক্লাব কোপেনহেগেন খেলা দেখতে গেছেন জামাল
ভক্তকে সঙ্গে নিয়ে শৈশবের ক্লাব কোপেনহেগেন খেলা দেখতে গেছেন জামাল

ফটো ফিচার

শৈশবের ক্লাবে জামাল, নতুন বন্ধুর সঙ্গে লিটন

দেশের ফুটবলের ঘরোয়া মৌসুম শেষ। ছুটি কাটাতে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া জন্মভূমি ডেনমার্কে গিয়ে এক ফাঁকে শৈশবের ক্লাব এফসি কোপেনহেগেনের ম্যাচ দেখতেও গিয়েছিলেন। কানাডায় গ্লোবাল টি–টোয়েন্টি লিগ খেলতে যাওয়া লিটন দাস পেয়ে গেছেন নতুন বন্ধু। সেটা অবশ্য কোনো মানুষ নয়, একটি কুকুর। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে আজকের এ আয়োজন—
লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে যাওয়া বাবর আজম প্রকৃতির প্রেমে মজেছেন। ক্যান্ডির নয়নাভিরাম জায়গাটিতে দাঁড়িয়ে তোলা ছবিটি পোস্ট করে পাকিস্তান অধিনায়ক লিখেছেন, ‘কী সুন্দর চিত্তবিনোদন’
পরিবার নিয়ে মেক্সিকোয় ঘুরতে গেছেন ফাফ ডু প্লেসি। সেখানকার একটি জলাধারে দুঃসাহসিক অভিযানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক
এক ফ্রেমে তিন কিংবদন্তি। ওয়াসিম আকরামের সঙ্গে শোয়েব আখতার, পেছনে (সর্ব বাঁয়ে) ক্লাইভ লয়েড। কানাডার গ্লোবাল টি–টোয়েন্টি লিগে ভিন্ন দায়িত্বে আছেন আকরাম ও লয়েড। শোয়েব সেখানে ঘুরতে গেছেন
স্ত্রী আনা লেভানডফস্কার সঙ্গে ছবিটি পোস্ট করে বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি লিখেছেন, ‘সপ্তাহান্তে চমৎকার অবকাশ কাটল’
বন্ধুদের নিয়ে নাইজেরিয়ায় গেছেন উসাইন বোল্ট। বিশ্বের দ্রুততম মানবের সময়টা কেমন কাটছে, সেটা এই ছবি দেখলেই বোঝা যায়
ছুটি কাটাতে জন্মভূমি ডেনমার্কে জামাল ভূঁইয়া। এক ফাঁকে শৈশবের ক্লাব এফসি কোপেনহেগেনের ম্যাচ দেখতেও গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে যাওয়া লিটন দাস পেয়ে গেছেন নতুন বন্ধু। সেটা অবশ্য কোনো মানুষ নয়, একটি আইস স্নো ডগ প্রজাতির কুকুর। সারে জাগুয়ার্সের হয়ে ফাইনাল খেলতে নামার আগে বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান নিজেই লিখেছেন, ‘আমার নতুন বন্ধু’