ফটো ফিচার

মন্ত্রীর শপথ নিতে গেলেন ওয়াহাব, রাহুলের নতুন জীবন

কেউ বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন, কেউবা স্ত্রী–সন্তান নিয়ে আনন্দময় সময় কাটাচ্ছেন। কারওবা দিন কাটছে খেলার মাঠের সামনের চ্যালেঞ্জ ঘিরে। কেউ তো আবার খেলতে খেলতে জনকল্যাণের দায়িত্বও পেয়ে গেছেন। ক্রীড়াবিদদের নানামুখী ব্যস্ততার এই সব ছবির কয়েকটি নিয়ে আমাদের এই ফটো ফিচার
সাপ্তাহিক ছুটির দিন রোববার বলে কথা। অনেকটা সময় ব্যায়ামেই কাটিয়েছেন ফাওয়াদ আলম। ছবিটি পোস্ট করে পাকিস্তান ক্রিকেটারের প্রশ্ন, ‘কিছু কি মেলাতে পারছেন?’ কী ইঙ্গিত করেছেন, ফাওয়াদই বলতে পারবেন ...
স্ত্রী–সন্তান নিয়ে সময়টা বেশ ভালোই কাটছে মাইকেল ফেলপসের। কিংবদন্তি মার্কিন সাতারু দুটি ভালোবাসার চিহ্ন দিয়ে লিখেছেন– ‘পরিবার’
বোন আনুশকা সিংয়ের বিয়েতে কুলদীপ যাদব। ভারতীয় ক্রিকেটার ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এই দিনে আমি আবেগ, আনন্দ আর ভালোবাসায় পূর্ণ। তবে তুমি চলে যাচ্ছ বলে বেদনাও ছুঁয়ে যাচ্ছে’
নিজে ফিট রাখার চেষ্টায় আফিফ হোসেন। লিখেছেন, শরীরের ঘাম ঝরাতে ভালোবাসেন
আগামী মাসে শুরু হচ্ছে ভারত–অস্ট্রেলিয়া চার টেস্টের সিরিজ। ম্যাচের প্রস্তুতির আগে মোহাম্মদ শামি ব্যস্ত শারিরীক কসরতে। যেটিকে শামি উল্লেখ করেছেন ‘টেস্টের আগে শরীর টেস্ট করছি’ লিখে
দুই পোষা কুকুর ‘টিকল’ ও ‘এলাইচি’র সঙ্গে ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান
খুলনা টাইগার্সের হয়ে বিপিএল খেলাবস্থায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্তর্বর্তীকালীন ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়াহাব রিয়াজ। শপথ নিতে আজ পাকিস্তানের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন বাঁহাতি এ পেসার। ছবিটি পোস্ট করে ওয়াহাব ধন্যবাদ জানিয়েছেন খুলনা দলের তামিম ইকবাল ও খালেদ মাহমুদকে। জানিয়েছেন, শিগগিরই দেখা হবে
বলিউড অভিনেত্রী আতিয়া শেঠির সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন লোকেশ রাহুল। প্রতিদিন বিয়ের বিভিন্ন পর্যায়ের ছবি পোস্ট করছেন এই ভারতীয় ক্রিকেটার
মেসির তিন সন্তানকে নিয়ে আন্তেনেলা রোকুজ্জে।