হুইলচেয়ারে বাস্কেটবল আর আলোচিত এক জোড়া জুতা

ফিফা উইন্ডো বলে ফুটবলাররা ব্যস্ত জাতীয় দলের সঙ্গে। এর মধ্যেই কারও কারও আবার বিদায় সংবর্ধনা। প্যারিসে চলছে প্যারালিম্পিক। লন্ডনে চলছে টেস্ট। খেলার দুনিয়ায় ঘটে চলেছে নানা ঘটনা, তৈরি হচ্ছে চমকপ্রদ আর দৃষ্টিকাড়া সব মুহূর্ত। সেসবেরই কিছু দেখুন এই আয়োজনে—

ফাফ ডু প্লেসি, ডেভিড ভিসা ওয়েস্ট ইন্ডিজে খেলতে গেছেন অনেকবারই। এবার ক্যারিবিয়ান দ্বীপে সিপিএলে খেলতে। এক ফাঁকে গেলেন ঘুরতেও। ছবিটি সেন্ট লুসিয়ায় তোলা
একটা বলের জন্য...। দক্ষিণ আফ্রিকার কেপটাউন স্টেডিয়ামে চলছিল দক্ষিণ আফ্রিকা–নিউজিল্যান্ড রাগবি চ্যাম্পিয়নশিপ টেস্ট ম্যাচের খেলা। সেখানেই বলের দখল নিতে তৈরি হয় এমন দৃশ্য
আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইয়ে কেপ ভার্দের বিপক্ষে ৩–০ ব্যবধানের আয়েশি জয়ই পেয়েছে মিসর। মাঠ ছাড়ার সময়ের খুশির মুহূর্তটি ইনস্টাগ্রাম অনুসারীদের জন্য পোস্ট করেছেন মোহাম্মদ সালাহ
জশ হালের পায়ের ছবিটির বিশেষ মাহাত্ম্য আছে। ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই ইংলিশ পেসার শ্রীলঙ্কার বিপক্ষে কেনিংটন ওভাল টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন। উচ্চতার সঙ্গে তাল মিলিয়ে তাঁর পা জোড়াও লম্বাই। জুতা দরকার ১৫ সাইজের। সচরাচর বাজারে এমন সাইজ পাওয়া যায় না। অর্ডার দিয়ে বানিয়ে নিতে হয়। হালের অভিষেকের আগে এ নিয়ে বেশ আলোচনা হয়েছে বলে তার জুতার ছবি তুলে রেখেছেন ক্যামেরাম্যানরা
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন জুলাইয়ে কোপা আমেরিকা দিয়েই। তবু শুক্রবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা–ইকুয়েডর ম্যাচের সময় আর্জেন্টাইন জনগণের সামনে অবসর–সংবর্ধনাই পেয়েছেন আনহেল দি মারিয়া। আবেগাপ্লুত দি মারিয়া স্মৃতিময় সন্ধ্যার এমনই কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন
প্যারিসে চলছে প্যারালিম্পিক। শারীরিক প্রতিবন্ধকতার শিকার ক্রীড়াবিদদের এই আয়োজনে হুইলচেয়ারে বসে বাস্কেটবল খেলছিলেন কানাডা ও জার্মানির প্রতিযোগীরা। ছবিটি ব্রোঞ্জপদকের লড়াইয়ের।