ফটো ফিচার

তারার ঝলকানিতে যেভাবে আলোকিত ছিল ফিফা দ্য বেস্ট

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হলান্ডের কেউই উপস্থিত ছিলেন না ফিফা দ্য বেস্টের অনুষ্ঠানে। এই তিন তারকার অনুপস্থিতিতে আয়োজন কিছুটা ম্লান হলেও অনুষ্ঠানে তারার কিন্তু অভাব ছিল না। বর্তমান ও সাবেক ফুটবল তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে পুরস্কার মঞ্চ। অনুষ্ঠানের নির্বাচিত ছবি নিয়েই আয়োজন—
ফিফা দ্য বেস্ট পুরস্কারে এভাবেই হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ফ্রেমবন্দী হলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার অ্যালি ক্রিয়েগার
সাবেক ইতালিয়ান ফুটবলার এবং ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি অনুষ্ঠানে এসেছেন স্ত্রী গায়া লুকারিয়েল্লোকে নিয়ে
লুইস রুবিয়ালেসের ‘চুমু-কাণ্ডে’র পর থেকে আলোচনায় হেনি হেরমোসো। রুবিয়ালেসের বিরুদ্ধে আইনি লড়াইও চালিয়ে যাচ্ছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। সেসব ভুলে গতকাল ফিফা বর্ষসেরার অনুষ্ঠানে হাসিমুখেই দেখা গেছে তাঁকে
সাদা জামা পরে ঝলমলে রূপ নিয়ে হাজির হয়েছেন ইংল্যান্ড ও বার্সেলোনা তারকা লুসি ব্রোঞ্জ
ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ও কিংবদন্তি আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে
অনুষ্ঠানে আলো বাড়িয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর উপস্থিতি
জার্মান কিংবদন্তি মাইকেল বালাক অনুষ্ঠানে এসেছেন স্ত্রী সিমোনেকে সঙ্গে নিয়ে
ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার হাতে এভাবেই ক্যামেরাবন্দী হলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা
নৃত্যশিল্পীদের নাচে আলোকিত ফিফা দ্য বেস্টের মঞ্চ
বিশ্বকাপে ইংল্যান্ডকে ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার অন্যতম নায়ক কোচ সারিনা ভিগমানের হাতেই উঠেছে বর্ষসেরা নারী ফুটবল কোচের পুরস্কার
ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক মেরি ইয়ার্পসের হাতেই উঠেছে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার
অনুষ্ঠানের মূল আকর্ষণ কিন্তু পুরস্কারপ্রাপ্তরা। এক ফ্রেমে তাঁদের ধরা পড়া ছবিটি বিশেষ কিছুই বটে। ওহ, এই ছবি নিশ্চয়ই লিওনেল মেসিকে মিস করছে। তিনি যে অনুষ্ঠানেই ছিলেন না
হাসিঠাট্টায় অনুষ্ঠানকে মাতিয়ে রাখার দায়িত্বটা পড়েছিল কিংবদন্তি ফরাসি তারকা থিয়েরি অঁরির কাঁধে। ছবি তোলার সময় অঁরির হাসিটা যেন আরও বিস্তৃত হলো
গত এক বছরে ফুটবল হারিয়েছে তিন কিংবদন্তিকে। অনুষ্ঠানে স্মরণ করা হয়েছে অন্যলোকে পাড়ি দেওয়া ববি চার্লটন, মারিও জাগালো এবং ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে
ফিফপ্রোর বর্ষসেরা নারী একাদশে জায়গা পাওয়া তারকারা
ব্রাজিলের পক্ষ থেকে ফিফা ফেয়ার প্লে পুরস্কার গ্রহণ করেছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক কাফু
আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ দেখতে এসে ছেলেকে ফিডার খাইয়ে আলোচনায় আসেন আর্জেন্টাইন নাগরিক হুগো দানিয়েল ‘টোটো’ ইনিগেজ। তাঁর হাতেই উঠেছে বর্ষসেরা দর্শকের পুরস্কার। ছেলেকে সঙ্গে নিয়েই পুরস্কারটা গ্রহণ করেছেন তিনি
অনুভূতি ব্যক্ত করছেন বর্ষসেরা গোলের পুসকাস পুরস্কার পাওয়া বোতাফোগোর গিলের্মে মাদরুগা
স্পেন ও বার্সেলোনা গোলরক্ষক কাতালিনা কোল চুমু খাচ্ছেন ইংল্যান্ডের কেইরা ওয়ালশের মাথায়
সর্বকালের অন্যতম সেরা তারকাদের একজন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তার হাতেই উঠেছে ফিফার বিশেষ পুরস্কার
পুরস্কারটা তিনিই পাবেন, আগেই একরকম নিশ্চিত ছিল। পুরস্কার হাতে স্নিগ্ধ হাসিতে ক্যামেরাবন্দী হলেন স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি
স্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে এসেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু
বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার হাতে নিজে অনুভূতি ব্যক্ত করছেন এদেরসন
ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তার সঙ্গে প্রয়াত ফুটবলের রাজা পেলের স্ত্রী মার্সিয়া আওকি