ফটো ফিচার

কোহলিদের সঙ্গে ডু প্লেসির দারুণ সময়

বিরাট কোহলিদের সঙ্গে দারুণ সময়ই কেটেছে ফাফ ডু প্লেসির। পরিবারের সঙ্গে আনহেল দি মারিয়া, এদেরসনরা। আর ধোনির প্রতি ভালোবাসা মোহাম্মদ শামির। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি।
‘পাশে থাকার জন্য, প্রতিটি গন্তব্যে আমাকে অনুসরণের জন্য, যখন কেউ থাকে না, তখন সমর্থন দেওয়ার জন্য, আমাকে এটা দেখানোর জন্য যে পরিবারের ভালোবাসাই সবচেয়ে সুন্দর ও গুরুত্বপূর্ণ জীবনে—তোমাকে ধন্যবাদ। আমার স্ত্রী, আমি তোমাকে ভালোবাসি।’ পরিবারের সঙ্গে ছবিতে লিখেছেন আনহেল দি মারিয়া
পরিবার আর সঙ্গে প্রিমিয়ার লিগের ট্রফি। ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসনের ক্যাপশনটাও অমনই—‘পরিবার’
সকালের নাশতাটা বেশ মনে ধরেছে এলিস পেরির, ছবিতেই স্পষ্ট। ছবিটা অবশ্য বিজ্ঞাপনই
কান উৎসবে মায়ের সঙ্গে—দীর্ঘদিনের এক চাওয়াই পূরণ হয়েছে আলপাইনের ফরাসি ড্রাইভার এস্তেবান অকনের। এখন অবশ্য মোনাকো গ্রাঁ প্রিঁ নিয়ে ব্যস্ত তিনি
লিগ পর্বেই থেমেছে আইপিএলে তাঁদের যাত্রা। তবে এ ছবির মানুষগুলোর সঙ্গে দারুণ কয়েক মাস কেটেছে ফাফ ডু প্লেসির। এর আগেও বিরাট কোহলিরা একসঙ্গে ছবি পোস্ট করেছেন। তবে এ ছবিতে তাঁর স্ত্রীকে মিস করেছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক জানিয়েছেন সেটিও
বাংলাদেশ সফরে এসেছিলেন ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার সভাপতি লিসা স্টালেকার। তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের কয়েক সদস্য। ‘কিংবদন্তি’র সঙ্গে দেখা করতে পেরে দারুণ লেগেছে পেসার জাহানারা আলমের
রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেছেন। দল প্লে-অফে উঠতে পারেনি। এবার ল্যাঙ্কাশায়ারের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন জস বাটলার। ৮ সপ্তাহ পর স্বামীকে ঘরে পেয়ে আপ্লুত বাটলারের স্ত্রী লুইস
ছবির সঙ্গে শুধু চারটি ভালোবাসার ইমোজি। মহেন্দ্র সিং ধোনি তাঁর কাছে কী, সেটিই যেন বোঝালেন মোহাম্মদ শামি। এ ছবি তোলার একটু আগেই অবশ্য প্রথম কোয়ালিফায়ারে ধোনির দল চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গেছে শামিদের গুজরাট টাইটানস
মঙ্গলবার রাতে বার্সেলোনার ম্যাচ ছিল বলে বুধবার খেলোয়াড়দের ছুটি। দিনটা যে পেদ্রি গঞ্জালেসের বেশ ভালোই কেটেছে, সেটিই বলছে এই ছবি