ফটো ফিচার

তারার মেলায় রঙিন বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠান

তীর-প্রথম আলো বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে আজ বসেছিল তারার মেলা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকাদের পদচারণে মুখর হয়েছে সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুম। আয়োজনের কিছু নির্বাচিত ছবি—
বিকেএসপির উদীয়মান খেলোয়াড়দের উপস্থিতিতে জমে উঠেছিল তীর-প্রথম আলো পুরস্কারের আয়োজন।
নিজের প্রথম অধিনায়ক হাবিবুল বাশার সুমনের সঙ্গে ডাবল পুরস্কারজয়ী সাকিব আল হাসান
তীর-প্রথম আলো বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে বিশেষ র‍্যাম্পে অংশ নেন সাফজয়ী তিন ফুটবলার ঋতুপর্ণা চাকমা, সানজিদা আক্তার ও মনিকা চাকমা
একই ফ্রেমে তীর-প্রথম আলো বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে স্বীকৃতি পাওয়ারা
ভিডিও বার্তায় নিজের অনুভূতি জানাচ্ছেন তীর-প্রথম আলো বর্ষসেরা পুরস্কারে রানারআপ হওয়া লিটন দাস। পুরস্কার প্রাপ্তিতে আনন্দের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারার আক্ষেপের কথাও জানান লিটন
পুরস্কার অনুষ্ঠানে চিত্রনায়ক সিয়ামের সঙ্গে র‍্যাম্পে দেখা যাচ্ছে দুই নারী ফুটবলার মাসুরা পারভীন (বাঁয়ে) ও ইতি রানী সরকারকে (ডানে)
তীর-প্রথম আলো বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে বিশেষ পাহাড়ি নৃত্যের একটি মুহূর্ত