ফটো ফিচার

মিলার-সাইফউদ্দিনের সেই ‘ঘটনা’ আর মিতালির সাফল্যের ‘রহস্য’

বিপিএলে খেলতে এসেছেন ডেভিড মিলার, এবার মোহাম্মদ সাইফউদ্দিনের সতীর্থ তিনি ফরচুন বরিশালে। ছেলে-মেয়ের ছবিতে ভালোবাসা খুঁজছেন নেইমার। আর সাফল্যের যে রেসিপি দেখেন মিতালি রাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
কঠোর পরিশ্রম আর ভালোবাসা দিয়ে করা কাজেই আসে ‘জায়ান্ট’ বা বড় সাফল্য, বলছেন মিতালি রাজ। ভারতের সাবেক অধিনায়ক কাজ করছেন মেয়েদের আইপিএলে গুজরাট জায়ান্টস দলে
ছেলে-মেয়ের ছবিটা পোস্ট করে শুধু ভালোবাসার ইমোজি দিয়েছেন নেইমার
বাংলাদেশ ও রংপুর রাইডার্স পেসার হাসান মাহমুদ ছবিটা পোস্ট করে কোনো ক্যাপশনই দেননি। আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে খেলবে তাঁর দল
শুধু ভালোবাসার ইমোজি দিয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার সানজিদা আক্তারও
ঠিক আছে, রিও! টুর্নামেন্ট খেলতে ব্রাজিলের রিও ডি জেনিরোতে স্ট্যান ভাভরিঙ্কা। সেখানেই রাতের বেলা কোনো এক সৈকতে সুইস টেনিস তারকা
হেতাফেকে লা লিগায় বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ভিতর রকি সেটিকে বলছেন ‘দারুণ জয়’
ছুটন্ত অবস্থায় নিজেকে যে ‘লুক’-এ দেখতে চান সেরেনা উইলিয়ামস
‘আজ তাকে জিজ্ঞাসা করলাম, কিছু মনে আছে কি না। সে বলল, “হ্যাঁ, অনেক দিন আগের ঘটনা।”’ বিপিএল খেলতে আসা ডেভিড মিলারের সঙ্গে ছবিটা পোস্ট করে সেই ঘটনার কথা মনে করিয়ে দিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। মিলারের হাতের পাঁচ আঙুল নির্দেশ করছে—৫ ছক্কায় ১ ওভারে ৩১ রান তোলার সেই ঘটনা!