ব্রাজিলে নজিরবিহীন দাঙ্গায় অংশ নেওয়া বেশির ভাগ হামলাকারী জাতীয় ফুটবল দলের জার্সি পরে এসেছিলেন। তাঁদের কারও জার্সিতে নেইমার, কারও জার্সিতে ছিল রিচার্লিসন-কাসেমিরোদের নাম। কেউ কেউ তো বিশ্বকাপ ও ব্যালন ডি’অর জয়ী তারকা কাকার নাম লেখা জার্সি পরে তাণ্ডব চালিয়েছেন।
হামলায় অংশ নেওয়া সবাইকে জইর বলসোনারোর সমর্থক দাবি করেছেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছে।
অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনারোকে হারিয়ে দেন লুলা দা সিলভা। নতুন বছরের প্রথম দিনেই দ্বিতীয়বার দেশটির সরকারপ্রধান হিসেবে শপথ নেন ৭৭ বছর বয়সী লুলা।
তবে বামপন্থী লুলার কাছে হার কোনোভাবেই মেনে নিতে পারেননি কট্টর ডানপন্থী নেতা বলসোনারোর উগ্র সমর্থকেরা। ব্রাজিলের জাতীয় সংসদ (কংগ্রেসো নাসিওনাল), সুপ্রিম কোর্টসহ বিভিন্ন সরকারি ভবনে তাণ্ডব চালিয়েছেন তাঁরা। নজিরবিহীন দাঙ্গার কবল থেকে প্রেসিডেন্ট প্রাসাদ পালাসিও দা আলভোরাদাও রক্ষা পায়নি।
রাজনৈতিক বিশ্লেষকেরা ব্রাজিলে দাঙ্গার সঙ্গে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার মিল খুঁজে পাচ্ছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং প্রেসিডেন্ট লুলার নিরাপত্তা জোরদার করতে ৩০০ হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের বিচার ও জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ফ্লাভিও দিনো। বার্তা সংস্থা এএফপি বলছে, গ্রেপ্তারের সংখ্যাটা প্রায় ১৫০০। যদিও সদ্য সাবেক প্রেসিডেন্ট বলসোনারো সরকারি স্থাপনায় নিজ সমর্থকদের হামলা ও লুটতরাজের বিষয়টি অস্বীকার করে নিন্দা জানিয়েছেন।
নজিরবিহীন দাঙ্গার কবল থেকে অবশ্য রক্ষা পেয়েছে রিও ডি জেনিরোতে অবস্থিত সিবিএফ ভবন। তবে বিস্ময়কর হলেও সত্যি, বেশির ভাগ হামলাকারী ব্রাজিলের কাতার বিশ্বকাপের জার্সি পরে তাণ্ডব চালিয়েছেন।
জাতীয় দলের জার্সি গায়ে হামলা চালানোর বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেনি সিসিএফ কর্তৃপক্ষ। বলসোনারোর উগ্র সমর্থকদের ফুটবলকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছে ফেডারেশন।
সিবিএফকে নির্দলীয় ও গণতান্ত্রিক সংস্থা দাবি করে তারা লিখেছে, ‘ব্রাজিল জাতীয় দলের জার্সি জাতির পরমানন্দের প্রতীক। এটা তাঁদের জন্য, যাঁরা দেশকে সত্যিকার অর্থেই ভালোবাসেন, দেশের জন্য উল্লাস করেন ও শিহরিত হন। সিবিএফ একটি নির্দলীয় ও গণতান্ত্রিক সত্তা। দেশকে বিভক্ত করতে নয়, বরং ঐক্যবদ্ধ করতে আমরা এই জার্সি ব্যবহারের জন্য উৎসাহিত করে থাকি।’