ছেলেকে ব্যাটিং শেখাচ্ছেন তামিম ইকবাল। অবকাশে রোহিত শর্মা। মেসি-ম্যানিয়ায় আক্রান্ত জ্যামাইকা। নিউজিল্যান্ডে পাকিস্তানি খেলোয়াড়দের বরণ আর মুশফিকের ছেলের সঙ্গে তামিমের খুনসুটি। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
‘কথাগুলো তাকেই উপহার দাও যে শুনতে চায়’—রহস্যময় এই কথার সঙ্গে ছবিটা পোস্ট করেছেন নারী ফুটবল তারকা সানজিদা আক্তার
নাহ, লামিনে ইয়ামাল ফুটবল ছেড়ে রেসলিংয়ে যোগ দেন। বার্সেলোনায় ডব্লুডব্লুইর একটি আয়োজনে দর্শক হিসেবে গিয়ে এই চ্যাম্পিয়নশিপ বেল্ট উপহার পেয়েছেন স্প্যানিশ তারকা
বিজ্ঞাপন
নিউজিল্যান্ড সফরে যাওয়া পাকিস্তান দলকে স্থানীয় রীতি মেনেই বরণ করে নেয় কিউইরা
বিজ্ঞাপন
চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর এখন অবকাশযাপন করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। স্ত্রী-সন্তান নিয়ে সময় কাটাতে রোহিত চলে গেছেন মালদ্বীপগত কয়েক দিন লিওনেল মেসি-জ্বরে আক্রান্ত হয়েছিল জ্যামাইকা। উন্মাদনাটা আসলে কেমন মেসির এই ছবিতেই সেটা স্পষ্টবাবার সঙ্গে মাঠে হয়তো ঘুরতেই এসেছিল। কিন্তু ব্যাট-বল দেখলে কি আর মন মানে! ব্যাট হাতে নিয়ে নেমেই পড়ল তামিম ইকবালের ছেলে আরহাম ইকবাল। আর ছেলে শট নেওয়ার পর তাকিয়ে দেখছেন তামিমশুধু তামিমের ছেলেই নয়, আজ মাঠে এসেছিল মুশফিকুর রহিমের ছেলেও। তাকে জড়িয়ে ধরে আদর করে দিচ্ছেন তামিম