দেখো দেখো রিদমিক জিমন্যাস্টিকসের বাহার

অলিম্পিকে হাতে গোনা যে কটা খেলা আক্ষরিক অর্থেই ‘দর্শনীয়’, ‘নজরকাড়া’—তার মধ্যে একটি রিদমিক জিমন্যাস্টিকস। অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে শুধু নারীরাই অংশ নেন। উপস্থাপনা ও স্টাইলনির্ভর এই খেলার মনোমুগ্ধকর সব দৃশ্য দেখুন এই আয়োজনে—

ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিকস ফেডারেশন (এফআইজি) রিদমিক জিমন্যাস্টিকসকে খেলা হিসেবে স্বীকৃতি দেয় ১৯৬৩ সালে
রিদমিক জিমন্যাস্টিকস অলিম্পিকে প্রথম দেখা যায় ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস আসর থেকে। প্রথমে ছিল ব্যক্তিগত অলঅ্যারাউন্ড ইভেন্ট। পরে ১৯৯৬ আসরে যুক্ত হয় দলগত অলঅ্যারাউন্ড
রিদমিক জিমন্যাস্টিকসের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয় অলিম্পিক গেমস এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এ ছাড়া ওয়ার্ল্ড গেমস, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, ইউরোপিয়ান গেমস, ওয়ার্ল্ড কাপ সিরিজ ও গ্রাঁ প্রি সিরিজও আয়োজন করা হয়
রিদমিক জিমন্যাস্টিকস মূলত উপস্থাপনা ও স্টাইল তুলে ধরার খেলা
রিদমিক জিমন্যাস্টিকসকে অনেকে শরীরের ওজন ব্যবহার করার শিল্পও বলে থাকেন
রিদমিক জিমন্যাস্টিকসে প্রতিযোগীদের নৈপুণ্য বিবেচনা করা হয় তাদের শৈল্পিকতা, দক্ষতার বাস্তবায়ন এবং প্রদর্শিত দক্ষতার কাঠিন্যের ভিত্তিতে
রিদমিক জিমন্যাস্টিকসে অনেক ধরনের স্টাইল আছে। বাটারফ্লাই জাম্প, চেস্ট ব্যালান্স, সাইড স্প্লিট ব্যালান্স, স্প্লিট লিপ ইত্যাদি
এই খেলায় গানের ব্যবহার আছে। যেকোনো ধরনের গান ব্যবহার করা যায় এই খেলায় জিমন্যাস্টরা লিওটার্ডস (বিশেষভাবে তৈরি এক কাপড়ের পোশাক) পরে থাকেন