ফটো ফিচার

লালগালিচায় কোহলি–আনুশকা, তিন তারকায় মার্তিনেজ–মানদিনহা

ইন্ডিয়ান স্পোর্টস অনার্স ২০২৩–এর লালগালিচায় আলো ছড়িয়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। অন্যদিকে এই প্রথম তিন তারকা জার্সিতে খেলে আনন্দে ভেসেছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলার জগতের তারকাদের ছবি নিয়েই আমাদের এ আয়োজন—
মাঠে ব্যাট হাতে যেমন দ্যুতি ছড়ান, মাঠের বাইরে পোশাকেও তেমনই ইমাম–উল–হক। ছবিটি দিয়ে পাকিস্তানের ব্যাটসম্যান লিখেছেন, ‘অন্ধকারেও কীভাবে আলো ছড়াতে হয়, তা শিখেছি।’
দুই ভাইয়ের নাচ। ছবিটি দিয়ে হার্দিক পান্ডিয়া লিখেছেন, তাঁর জীবনে চলার পথে সব সময়ই পাশে পেয়েছেন ভাই ক্রুনাল পান্ডিয়াকে। তাঁর জন্মদিনে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক
আজ ছিল প্রথম রমজান। কাল রাতে এ বছরের রমজান মাসের প্রথম সাহ্‌রি। একসঙ্গে সাহ্‌রি খাচ্ছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার, দুই ভাই ইউসুফ ও ইরফান পাঠান
এই প্রথম তিন তারকা জার্সিতে খেলে আনন্দে ভেসেছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। সঙ্গে আছেন স্ত্রী আমানদা মানদিনহাও
ইন্ডিয়ান স্পোর্টস অনার্স ২০২৩-এর লালগালিচায় আলো ছড়িয়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা