ফটো ফিচার

বরফের রাজ্যে এমবাপ্পে

ছুটিতে কিলিয়ান এমবাপ্পে ঘুরতে গেছেন বরফে আচ্ছাদিত কোনো এক এলাকায়। ব্রায়ান লারার বড়দিন কেটেছে মেয়ে সিডনির সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
অনেক দিন হলো ইংল্যান্ড দলে নেই জফরা আর্চার। তবে মাঠের বাইরে ইংলিশ ফাস্ট বোলারের সময়টা যে ভালোই কাটছে, সেটা এই ছবিতেই স্পষ্ট। বড়দিনে আর্চারের পুরো পরিবার একই পোশাকে সেজেছিল
আপাতত বাংলাদেশের খেলা না থাকায় জন্মভূমি ডেনমার্কে গেছেন জামাল ভূঁইয়া। জাতীয় ফুটবল দলের অধিনায়কের ছুটির সময়টা দারুণ কাটছে
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলছে ভারত। সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের বিশ্লেষক ও ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা ইরফান পাঠানও গেছেন দক্ষিণ আফ্রিকায়। আজ সেঞ্চুরিয়নে শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। দেশটিতে কখনোই টেস্ট সিরিজ জিতে না পারা ভারতীয় দলকে ম্যাচ শুরুর আগে এভাবেই শুভকামনা জানিয়েছেন পাঠান
নিউজিল্যান্ডে সীমিত ওভারের দুটি সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল। তবে বাংলাদেশের বিপক্ষে খেলছেন না লকি ফার্গুসন। বোর্ডের কাছ থেকে ছুটি পেয়ে কিউই ফাস্ট বোলার স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন
নিউজিল্যান্ডে টি–টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশের ব্যাটসম্যান শামীম হোসেন আজ নেপিয়ার শহর ঘুরতে বেরিয়েছিলেন
ব্রায়ান লারার বড়দিন কেটেছে মেয়ে সিডনির সঙ্গে। ছবিটি পোস্ট করে সবাইকে শুভকামনা জানিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি
ছুটিতে কিলিয়ান এমবাপ্পে ঘুরতে গেছেন বরফে আচ্ছাদিত কোনো এক এলাকায়। কোথায় গিয়েছেন, সেটি তিনি জানাননি। নিজেকে এভাবে ঢেকে ফেলেও যেন শীত কমছে না তাঁর