ফটো ফিচার

নেইমার ঘুমাচ্ছেন, ভিনির চোখ বিশ্বকাপে

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
স্ত্রীকে বড় ভালোবাসেন জাভি
পুলে বৃষ্টি উপভোগ করছেন আবিদ আলী
মাছটা বড়শি দিয়ে নিজেই ধরেছেন ডেল স্টেইন
লুইস সুয়ারেজ এখন মুক্ত খেলোয়াড়। কিন্তু নিজেকে ফিট তো রাখতেই হবে!
বাপকা বেটা—ছবিটি দিয়ে ঘোষণা করেছেন নেইমার
জুভেন্টাসে ফিরে যেন মনটা তাঁর আবার জেগে উঠেছে নতুন করে। অনুশীলনে আনহেল দি মারিয়ার সঙ্গে পল পগবা
যিনি ফুটবল খেলতে পারেন, তিনি রাঁধতেও পারেন। নিজের পুরোনো ছবি দিয়ে এটাই লিখেছেন পেলে
স্কটল্যান্ডে পাহাড়ের সান্নিধ্যে শচীন টেন্ডুলকার
পরিবার নিয়ে টনি ক্রুসের আনন্দ ভ্রমণ
ব্রাজিলের ২০ বছরের বিশ্বকাপ শিরোপা–খরা কাটানোর প্রত্যয় ভিনিসিয়ুস জুনিয়রের
পার্টি করতে বড় ভালোবাসেন ক্রিস গেইল