ফটো ফিচার

ছবিতে ছবিতে ইউনাইটেডের এফএ কাপ জয়ের গল্প

এ মৌসুমে একমাত্র এফএ কাপের শিরোপার আশাই বেঁচে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রায় সব হারানো মৌসুমে ম্যানচেস্টার সিটিকে ফাইনালে হারিয়ে আজ এফএ কাপের শিরোপা জিতে নিয়েছে এরিক টেন হাগের দল-
ম্যানচেস্টার ইউনাইটেডের পাওয়া প্রথম গোলটি যেন ছিল ম্যানচেস্টার সিটির গোলকিপার স্টেফান ওর্তেগা ও ডিফেন্ডার ইয়োস্কো গাভার্দিওলের ‘উপহার’! গাভার্দিওলের ব্যাক পাস সিটির এগিয়ে আসা গোলকিপার ওর্তেগার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে
ইউনাইটেডকে এগিয়ে দেওয়ার পর আলেহান্দ্রো গারনাচোর উচ্ছ্বাস
ইউনাইটেডের খেলোয়াড়দের গোল-উদ্‌যাপন। ম্যাচ শেষেও হেসেছেন তাঁরাই
যেন বিশ্বাসই হচ্ছে না! ম্যানচেস্টার সিটির হারের পর দলটির সমর্থকদের এক অংশ
গারনাচোর গোলের পর ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের উচ্ছ্বাস
ফিল ফোডেনকে সান্ত্বনা দিচ্ছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা
ম্যাচ শেষে ইউনাইটেড কোচ এরিক টেন হাগের উচ্ছ্বাস
এফএ কাপের শিরোপা নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের উচ্ছ্বাস