ফটো ফিচার

রোনালদোকে নিয়ে যা বললেন বোল্ট, টেন্ডুলকারের ছবির মতো সুন্দর মুহূর্ত

শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে বাবর আজম। স্ত্রীকে রোহিত শর্মার শুভেচ্ছা। হাস্যোজ্জ্বল সানিয়া মির্জা। এক ফ্রেমে দুই কিংবদন্তি রোনালদো নাজারিও ও উসাইন বোল্ট। আর টেন্ডুলকারের ছবির সুন্দর মুহূর্ত। মাঠ ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
গতকাল ছিল কিলিয়ান এমবাপ্পের ২৬তম জন্মদিন। এই দিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সবাইকে ভালোবাসা জানিয়ে এমবাপ্পে লিখেছেন, ‘জন্মদিনের বার্তা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এসব সত্যিই আমাকে অনেক স্পর্শ করেছে।’
কোনো ক্যাপশন ছাড়াই হাস্যোজ্জ্বল এই ছবিটা পোস্ট করেছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা
‘ক্রিসমাসে যাওয়ার আগে শেষবার অনুশীলন করার সময় দারুণ অনুভব করলাম।’ এই ক্যাপশনে নিজের প্রস্তুতির খবর জানিয়েছেন আল হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার
শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে ছবিটি পোস্ট করে পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম লিখেছেন, ‘ব্রাদার্স ইন স্পিরিট’
এক ফ্রেমে ফুটবলের চার কিংবদন্তি ডান থেকে রবার্তো কার্লোস, লুইস ফিগো, ইকার ক্যাসিয়াস ও কার্লোস পুয়োল
আইফেল টাওয়ারকে পেছনে রেখে স্ত্রী রিতিকা সাজদেহর সঙ্গে তোলা পুরোনো ছবিটা পোস্ট করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা
শচীন টেন্ডুলকারের মন ভালো করে দেওয়ার মতো একটি ছবি। শান্ত ও নৈসর্গিক এই মুহূর্তটা কীভাবে আচ্ছন্ন করেছে সেটিই ক্যাপশনে বলেছেন ভারতীয় এই ক্রিকেট কিংবদন্তি
দুই ভুবনের দুই সর্বকালের সেরা! ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিওর সঙ্গে এই ছবি পোস্ট করে গতিদানব উসাইন বোল্ট লিখেছেন, ‘খেলাটাকে অন্য এক স্তরে নিয়ে গেছেন (তিনি)।’