ফটো ফিচার

ফটোগ্রাফার রোনালদো আর বাইলসের বিয়ে

হঠাৎ ছবি শিকারি হতে ইচ্ছে হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। রীতি মেনে কার্লোস আলকারাজ ঝাঁপ দিলেন সুইমিংপুলে। শচীন টেন্ডুলকার তাঁর ৫০তম জন্মদিনের সকালটা কাটালেন একদম নিজের মতো করে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে আজকের এই আয়োজন—
দুজনই নিজেদের সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড। এবার দেখা হয়ে গেল তাঁদের। ইতালিয়ান কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টির সঙ্গে বিশেষ মুহূর্তটা এভাবেই স্মরণীয় করে রেখেছেন করিম বেনজেমা
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে অনূর্ধ্ব–১৭ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ট্রফি সামনে রেখে ঘুমানোর ভান করে তোলা লোরকানের ছবিটা বেশ আলোচিত হয়েছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দিয়েছেন এক কাব্যিক ক্যাপশন, ‘এটা কি স্বপ্ন? যদি তা–ই হয়, দয়া করে আমাকে জাগিয়ো না।’
বল গার্লদের তাড়া খেয়ে নয়, ঐতিহ্য মেনেই সুইমিংপুলে ঝাঁপ দিয়েছেন কার্লোস আলকারাজ। পরশু ফাইনালে গ্রিসের স্তেফানোস সিৎসিপাসকে হারিয়ে বার্সেলোনা ওপেন জিতেছেন স্প্যানিশ টেনিস তারকা। আর বার্সেলোনা ওপেনে চ্যাম্পিয়নদের এভাবেই সুইমিংপুলে ঝাঁপ দিতে হয়
৫০তম জন্মদিনটা মনোরম এক পরিবেশে কাটিয়েছেন শচীন টেন্ডুলকার। চায়ের কাপে চুমুক দেওয়ার মুহূর্তটির ছবি পোস্ট করে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান লিখেছেন, ‘চা–বিরতি: অপরাজিত ৫০!’
ফেব্রুয়ারিতে বাগ্‌দান সেরেছিলেন। এবার বিয়ের আনুষ্ঠানিকতাও সারলেন সিমোন বাইলস। অলিম্পিকে সোনাজয়ী জিমন্যাস্টের দাম্পত্য সঙ্গী ক্রীড়াজগতেরই মানুষ, আমেরিকান ফুটবল খেলোয়াড় জোনাথান ওয়েন্স
আল নাসরের অনুশীলনে ফটোসাংবাদিকেরা এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে ক্যামেরাবন্দী করতে। তবে আজ রোনালদোরই শখ জাগল ফটোগ্রাফার হওয়ার। ক্যামেরাটা নিয়ে নিজেই ছবি তুলতে শুরু করলেন