ফটো ফিচার

রোনালদোর প্রেমিকার ২৯, মেসির স্ত্রীর মুখে হাসি

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ ২৯ বছর বয়সে পা রাখলেন। সন্তান ও রোনালদোকে নিয়ে ভালোই কেটেছে জর্জিনার দিনটি। লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সময়ও বেশ ভালো কাটছে। জীবনসঙ্গীকে নিয়ে কাল রাতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। হাসিখুশি সময় কেটেছে দুজনের। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—

রিয়াল মাদ্রিদের ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার অরেলিয়েঁ চুয়ামেনি হাল ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিটি পোস্ট করে লিখেছেন ‘লুইস ভুটন।’ ফরাসি ফ্যাশন হাউসটির পোশাক পরে ছবিটি তুলেছেন চুয়ামেনি।
দুই সন্তান ও স্ত্রীর সঙ্গে হাস্যোজ্জ্বল ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ক্যাপশনে ভালোবাসাসূচক ইমো দিয়ে ছবিটি পোস্ট করেন কাসেমিরো। সেখানে তাঁর স্ত্রী আনা মারিয়ানা লিখেছেন ‘আমার জীবন।’ অর্থাৎ পরিবারই আনা মারিয়ানার জীবন
রজার ফেদেরারকে সাধারনত রমনী–বেষ্টিত হয়ে দেখা যায় না। সুইস কিংবদন্তি আজ এই ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার সন্তানেরা বলেছে এই ছবিটি অবশ্যই ইনস্টাগ্রামে দিতে হবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাল প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করেন জ্যাসন রয়। তাঁর ব্যাটিং মুঠোফোনে দেখেছেন পল কলিংউড ও বেন স্টোকস। তখনকার একটি মুহূর্তের ছবি পোস্ট করে স্টোকস লিখেছেন, ‘রয়, তোমার সৌন্দর্যের তুলনা নেই।’
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন ব্যাটের ছবি পোস্ট করে ভারতের পেসার উমরান মালিক লিখেছেন, ‘ডিএসসি (ব্যাটের ব্র্যান্ড) সঙ্গে থাকলে আমি ভয়ডরহীন।’
মজার এক মুহূর্তে ভারতের দুই সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর ও ইরফান পাঠান। সম্ভবত কোনো খাবার নিয়ে দুজনের মধ্যে রসিকতা চলছিল। গম্ভীর এই ছবিটি পোস্ট করে জানতে চেয়েছেন, ‘বলুন তো, আমি কী খাচ্ছি?’
রাজযোটক। কাল একটি অনুষ্ঠানে গিয়েছিলেন লিওনেল মেসি ও আন্তোনেল্লা রোকুজ্জো। সেখানে এই ছবিটির তুলে পোস্ট করেন রোকুজ্জো
ক্রিস্টিয়ানো রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের জন্মদিন ছিল কাল। ২৯ বছর বয়সে পা রাখার উৎসবের একটি ছবি আজ পোস্ট করেছেন জর্জিনা রদ্রিগেজ