এবারের বিশ্বকাপে সেরা খেলোয়াড় কে হবেন?
এ প্রশ্নের উত্তর পেতে সময় লাগারই কথা। বিশ্বকাপের আসরই যে শুরু হয়েছে কেবল। প্রথম তিন দিনে হয়েছে চারটি ম্যাচ। রোববার পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। কিন্তু বিশ্বকাপের শুরুতেই ভারতের সাবেক বাঁহাতি ফাস্ট বোলার জহির খান জানিয়ে দিয়েছেন, কে হবেন এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড়।
প্রথম ম্যাচে আহমেদাবাদে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। পরদিন নেদারল্যান্ডসের বিপক্ষে চাপে পড়েও শেষ পর্যন্ত সহজে জয় পেয়েছে পাকিস্তান। আফগানিস্তানের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশও।
কিন্তু কাল দিল্লিতে শ্রীলঙ্কা–দক্ষিণ আফ্রিকা ম্যাচ পুরোপুরি একপাক্ষিক হয়নি। কুইন্টন ডি কক, রেসি ফন ডার ডুসেন আর এইডেন মার্করামের তিন সেঞ্চুরিতে প্রোটিয়ারা তুলেছিল বিশ্বকাপের রেকর্ড ৪২৮ রান। লঙ্কানরাও লড়াই মন্দ করেননি। শেষ পর্যন্ত তাঁরা করতে পেরেছেন ৩২৬।
প্রথম দিন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র; এরপর পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলরা ছিলেন ব্যাটিংয়ে উজ্জ্বল। নেদারল্যান্ডসের বাস ডি লিডি উজ্জ্বল ছিলেন ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও।
আর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরমার ছিলেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন ও সাকিব আল হাসান। আর দক্ষিণ আফ্রিকার তিন সেঞ্চুরিয়ান তো আছেনই। তবে জহির খানের মতে, এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হবেন ভারতের ফাস্ট বোলার যশপ্রীত বুমরা। জহির মনে করেন বুমরা হবেন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে জহির বলেছেন, ‘আমি মনে করি বুমরাই এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হবে। বুমরা শুরুতেও উইকেট তুলে নেবে। আর ডেথ ওভারে তো সে ভয়ংকর। বুমরা মাঝের ওভারগুলোতেও বল হাতে ঝড় তুলতে পারে। এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে বুমরার। সে–ই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হবে।’
চেন্নাইতে রোববার অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে গুটিয়ে দিয়েছে ভারত। বুমরা ৩৬ রানে নিয়েছেন ২ উইকেট। বিশ্বকাপে বাকি ৮ ম্যাচে বুমরা জহিরের ভবিষ্যদ্বাণীকে সত্যি প্রমাণ করতে পারেন কি না—দেখার বিষয় এখন এটিই।