ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ
ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ

ফটো ফিচার

ব্যাটম্যানের শহরে ইব্রা, দানি আলভেজের ‘পাথরের হৃদয়’

প্রায় দেড় মাস বিরতির পর আবার শুরু হয়ে গেছে ক্লাব ফুটবলের ব্যস্ততা। ক্রিসমাসের ছুটিতে থাকা ফুটবলাররাও ফিরছেন নিজ ডেরায়। এদিকে সেরেনা উইলিয়ামস আর শাদাব খানরা সময় বের করে নিচ্ছেন ঘোরাঘুরির জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসতে থাকা তারকাদের দিনলিপির কিছু চিত্র দেখে নিন আজকের ফটো ফিচারে
বাবর আজমরা যখন দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত, শাদাব খান তখন বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায়। হোবার্ট হারিকেনের হয়ে খেলার ফাঁকে ঘোরার জন্য সময়ও বের করে নিচ্ছেন। এই ছবিটি ব্রানি আইল্যান্ডে গিয়ে তোলা
বিশ্বকাপ জয়ের উৎসব শেষ, শেষ ক্রিসমাসের ছুটিও। লাওতারো মার্তিনেজকে আবার ছুটতে হবে ইন্টার মিলানের জার্সিতে। বুয়েনস এইরেস ছেড়ে মিলানের উদ্দেশে বিমানে চড়ার পর পরিবারসহ আর্জেন্টাইন ফরোয়ার্ড
স্বামী–সন্তান নিয়ে সময়টা বেশ ভালোই কাটছে সেরেনা উইলিয়ামসের। মেয়েকে চমকে দিতে পার্টি আয়োজন করেছিলেন সেরেনা উইলিয়ামস। পার্টির এই ছবিটি পোস্ট করে কিংবদন্তি টেনিস তারকা লিখেছেন, ‘পার্টি করতে কারণ বা বিশেষ উপলক্ষ লাগে না। প্রতিটি দিনকে আমরা যতটা পারি বিশেষ এবং স্মরণীয় করে রাখি’
বিশ্বকাপ জেতায় লিয়ান্দ্রো পারেদেসকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে বুয়েনস এইরেসের সামাজিক ও ক্রীড়াভিত্তিক ক্লাব ব্রিসাস দেল সুদ
এই ছবিটির ক্যাপশনে লেখা—‘প্রস্তুত’। সের্হিও রামোস কিসের জন্য প্রস্তুত, তা অবশ্য অনুমান করে নেওয়া কঠিন নয়। দেড় মাসের বিরতি শেষে আবার শুরু হচ্ছে ক্লাব ফুটবলের লড়াই। বিশ্বকাপে সুযোগ না পাওয়া স্প্যানিশ ডিফেন্ডার এখন পিএসজির হয়ে মাঠে নামার অপেক্ষায়
আনহেল দি মারিয়াকে তো চেনেন, ছবিতে থাকা বাকিদের কি চেনেন? খুব সম্ভবত না। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার সেলফিতে থাকা মানুষগুলো তাঁর বন্ধু। যাদের পরিচয় করিয়ে দিতে গিয়ে লিখেছেন, ‘চিরদিনের বন্ধুরা। বন্ধুত্ব অমর হোক’
জ্লাতান ইব্রাহিমোভিচের নাম না থাকলে বোঝা মুশকিল ছিল ছবিটি কার? সুইডিশ তারকার এই ছবিটি নাকি গোথাম সিটিতে তোলা। গোথাম...কাল্পনিক ব্যাটম্যানের শহর
‘আমার হৃদয়টা পাথরের মতো শক্ত, তবে পানির মতো সহজেই মিশে যেতে পারে’—ছবিটি পোস্ট করে দার্শনিক ভাবধারার ক্যাপশন দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ