ফটো ফিচার

ইয়ামালের ‘ধনুক’, শিকারি আলভারেজ

ইউরোয় গতকাল রাতে লামিনে ইয়ামালের অবিশ্বাস্য গোল। জুলস কুন্দের আত্মঘাতী গোল। কোপা আমেরিকার সেমিফাইনালে ফোরলান-রোমারিওর পাশে হুলিয়ান আলভারেজ। মেসির প্রথম গোল। ইউরো ও কোপা আমেরিকা সেমিফাইনালের দুটি ম্যাচ নিয়ে আজকের নির্বাচিত ছবি—
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইউরোর সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। ৮ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেওয়ার পর ফরাসি স্ট্রাইকার রান্দাল কোলো মুয়ানির উদ্‌যাপন
রয়টার্স
ফ্রান্সের গোলকিপার মাইক মাইনিয়ঁ ডাইভ দিয়েছিলেন, কিন্তু লামিনে ইয়ামালের (ছবিতে নেই) জাদুকরি শটটি ধনুকের মতো বেঁকে আশ্রয় নেয় জালে। অবিশ্বাস্য এক গোল
অবিশ্বাস্য গোলটি করার পর দিগ্‌বিদিক ছুটলেন ইয়ামাল। সামনেই পড়ে গেলেন ডাগআউট থেকে বিস্ময়ে উঠে দাঁড়ানো তাঁর স্পেন সতীর্থরা
দুর্ভাগ্য বুঝি একেই বলে! স্পেনের দানি ওলমোর শট ঠেকাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বল নিজেদের জালেই ঠেললেন ফ্রান্সের ডিফেন্ডার জুলস কুন্দে। ছবিতে দেখা যাচ্ছে বল কুন্দের পায়ে লাগার পর জালে
ক্যারিয়ারে দুটি ইউরো খেলা হলো, কিন্তু বিশেষ কিছুই করা হলো না কিলিয়ান এমবাপ্পের। গতকাল রাতে ফ্রান্সের হারের পর এমবাপ্পের চাহনি দেখে মনে হচ্ছে, তাঁকে সমবেদনা জানানোর জন্যও কোথাও কেউ নেই!
ওত পেতে থাকা শিকারির দক্ষতায় গোল করে উদ্‌যাপন আর্জেন্টিনার স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের। দিয়েগো ফোরলান, রোমারিও ও মেসির পর চতুর্থ খেলোয়াড় হিসেবে কোপা আমেরিকা ও বিশ্বকাপের সেমিফাইনালে গোল করলেন আর্জেন্টাইন তারকা
গোলটি ঠিক মেসিসুলভ ছিল না। এনজো ফার্নান্দেজের শটে মেসি স্রেফ পা ছুঁয়েছেন আর তাতেই বলটা দিক পাল্টে জালে। কিন্তু গোল তো গোলই। মেসিকেও তাই হাসিমুখে উদ্‌যাপন করতে দেখা গেল
কোপা আমেরিকায় টানা দ্বিতীয় ফাইনাল। এর পাশাপাশি টানা তিনটি বড় টুর্নামেন্টের শিরোপা জয়ের সুযোগ। সেমিফাইনাল জয়ের পর আর্জেন্টিনা দলের উদ্‌যাপন তাই বাঁধ ভাঙাই হলো।