বিশ্বকাপে ব্যাট হাতে সাকিবের সময়ও ভালো যাচ্ছে না
বিশ্বকাপে ব্যাট হাতে সাকিবের সময়ও ভালো যাচ্ছে না

সাকিবও বললেন, সবচেয়ে বাজে বিশ্বকাপ

ইডেন গার্ডেনে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আজ রাতে প্রতিটি প্রশ্নই মনোযোগী শ্রোতার মতো শুনছিলেন সাকিব আল হাসান। উত্তরও দিচ্ছিলেন ভেবে। সেই ধারাবাহিকতায় প্রশ্নটি এল অবধারিতভাবেই—এটাই বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ কি না?

সাকিবের উত্তর জানানোর আগে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স জানিয়ে রাখা ভালো। ১৯৯৯ বিশ্বকাপ থেকে এ পর্যন্ত সাতটি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনালে ওঠা। সেটি ২০১৫ বিশ্বকাপে। এক বিশ্বকাপে তিনটি ম্যাচ জেতাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য।

২০০৭ থেকে ২০১৯—এই চার বিশ্বকাপেই তিনটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে ২০০৭ বিশ্বকাপে নয়টি ম্যাচ খেলে তিন জয়ের পথে সুপার এইটেও উঠেছিল। গত বিশ্বকাপেও নয়টি ম্যাচ খেলে জিতেছিল তিনটি। এ ছাড়া আর কোনো বিশ্বকাপেই নয়টি ম্যাচ খেলার সুযোগ পায়নি কিংবা সুযোগ করে নিতে পারেনি বাংলাদেশ দল।

এবারের বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারার হতাশা ঝরেছে সাকিবের কণ্ঠে

এবারের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার আগে গ্রুপেই নয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ এবং সেটি সর্বশেষ বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ীই। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে এক জয় এবং টানা পাঁচ ম্যাচ হেরেছে সাকিবের দল। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আছে নবম স্থানে। হাতে আছে আর তিন ম্যাচ।

সংবাদ সম্মেলনে সাকিবকে মনে করিয়ে দেওয়া হলো, তিনি বলেছিলেন, আগের চারটি বিশ্বকাপে তিনটি করে ম্যাচ জিতলেও এর কোনোটিই তাঁর কাছে আহামরি পারফরম্যান্স বলে মনে হয়নি। আজকে পর্যন্ত যদি ধরা হয়, তাহলে এবারের বিশ্বকাপটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বাজে বিশ্বকাপ কি না? সাকিবের উত্তর, ‘হ্যাঁ, সেটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন এবং আমি দ্বিমত করব না এটাতে।’

সাকিব মনে করেন, দল এখন যে অবস্থায় আছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন, ‘সত্যি কথা বলতে, খুবই কঠিন এখান থেকে ঘুরে দাঁড়ানো। তিন ম্যাচ আছে। সুযোগ এখনো আছে আমাদের। তবে খুবই কঠিন। আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া আমাদের কিছু করার নেই।’