‘মিনিয়েচার’ ক্যাম্প ন্যু ও ইয়ামালদের প্রস্তুতি

পেপারবোর্ড ও প্যাকেজিংয়ের দ্রব্য দিয়ে বানানো ‘মিনিয়েচার’ স্টেডিয়াম এবং ইউরোর সেমিফাইনাল সামনে রেখে ফ্রান্সের প্রস্তুতি। ক্রীড়াঙ্গনে আজকের নির্বাচিত ছবি—
লোকটি ক্রোয়েশিয়ান। নাম জোসিপ মারচিচ। ছবিতে দেখা যাচ্ছে ৩৫ বছর বয়সী মারচিচ বার্সেলোনার স্টেডিয়াম ক্যাম্প ন্যুর ‘মিনিয়েচার’ বানাচ্ছেন। মিউনিখে নিজের বাসায় পেপারবোর্ড এবং প্যাকেজিংয়ের দ্রব্য দিয়ে শখের এই কাজ করেছেন মারচিচ
 এএফপি
বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে সিগন্যাল ইদুনা পার্কের ‘মিনিয়েচার’ বানিয়েছেন মারচিচ। শখ হিসেবে বিশ্বের এমন ২০টি স্টেডিয়ামের মিনিয়েচার বানিয়েছেন তিনি
জার্মান ক্লাব ফ্রেইবুর্গের স্টেডিয়ামের ‘মিনিয়েচার’ও বানিয়েছেন মারচিচ। প্রতিটি স্টেডিয়ামের ‘মিনিয়েচার’ বানাতে ৫০ থেকে ১০০ ঘণ্টার মতো সময় ব্যয় করেছেন তিনি
মারচিচের হাতের ছোঁয়ায় রঙিন বার্সার স্টেডিয়াম ক্যাম্প ন্যুর ‘মিনিয়েচার’–এর ভেতরের অংশ
মারচিচের হাতে আস্ত (বরুসিয়া ডর্টমুন্ডের স্টেডিয়াম) সিগন্যাল ইদুনা পার্ক! প্রাকৃতিক সৌন্দর্য আছে, এমন সব স্টেডিয়ামের ‘মিনিয়েচার’ বানাতে পছন্দ করেন মারচিচ
বরুসিয়া মনশেনগ্লাডবাখের স্টেডিয়ামের ‘মিনিয়েচার’ বানানোর পর তার ভেতরের অংশ হাত দিয়ে দেখাচ্ছেন মারচিচ
মিউনিখে আগামীকাল ইউরোর সেমিফাইনাল সামনে রেখে অনুশীলনে স্পেনের ফুটবল দল
স্পেনের অনুশীলনে দুই তারকা লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস। ফ্রান্সের বিপক্ষে এই দুই তরুণে তাকিয়ে থাকবে স্পেন