ফটো ফিচার

পুনের ফাঁকা গ্যালারি আর ডোনাল্ডের সঙ্গে তানজিম

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে ডেভিড উইলির শুভেচ্ছা। পুনেতে আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচে ফাঁকা গ্যালারি। প্রস্তুতি পাকিস্তান দলের। সময় কাটাতে গলফ কোর্সে ডেভিড ওয়ার্নার–মারনাস লাবুশেনরা। অনুশীলনে অ্যালান ডোনাল্ডের সঙ্গে পেসার তানজিম হাসান সাকিব। বিশ্বকাপ ক্রিকেট তারকাদের নির্বাচিত ছবি—
শুরুর ধাক্কা কাটিয়ে এখন দারুণভাবে ছুটছে অস্ট্রেলিয়ার জয়রথ। ফাঁকা সময়টাও এখন তাই কাটছে দারুণভাবে। ক্রিকেটের ক্লান্তি কাটাতে এবার গলফ কোর্সে সময় কাটাতে দেখা গেল ডেভিড ওয়ার্নার–মারনাস লাবুশেনদের
বিশ্বকাপে ইংল্যান্ডের অবস্থা যাচ্ছেতাই। এমন দুঃসময়ে ব্যক্তিগত সুখের দিনটাই হয়তো কিছুটা স্বস্তি নিয়ে এসেছে ইংলিশ অলরাউন্ডার ডেভিড উইলির মনে। আজ ছিল তাঁর বিবাহবার্ষিকী। স্ত্রীর সঙ্গে এই ছবিটি দিয়েই ভালোবাসার কথা জানিয়েছেন উইলি
টানা চার হারের পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ে ফেরার মরিয়া প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান দল
পেসাররাই টুর্নামেন্ট জেতাবে—এমন ক্যাপশনে ভারতীয় পেসার যশপ্রীত বুমরার ছবিটা পোস্ট করেছেন গৌতম গম্ভীর। সঙ্গে অবশ্য মোহাম্মদ শামি ও কুলদীপ যাদবের ছবিও রেখেছেন সাবেক এই ভারতীয় ওপেনার
উরুগুয়ের লেখক এদোয়ার্দো গ্যালেনো লিখেছিলেন, ‘শূন্য গ্যালারির চেয়ে বেশি শূন্যতা আর কিছু হতে পারে না।’ তেমনটাই যেন দেখা যাচ্ছে এবারের বিশ্বকাপে। আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচে দর্শক উপস্থিতির এই ছবি বিশ্বকাপের গ্যালারিগুলোরই প্রতীক
অনুশীলনে বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে পেসার তানজিম হাসান সাকিব। এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তানজিমের। কাল পাকিস্তানের বিপক্ষে কি মিলবে সেই সুযোগ