ঢাকার পর সিলেট, ব্যাখ্যাহীন ব্যাটিং-ব্যর্থতার একদিন

বাংলাদেশের ছেলেদের জাতীয় দল ব্যস্ত সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে। আর মেয়েদের দল ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে। আজ দুটি ম্যাচেই একটা জায়গায় মিল—ব্যাটিং-ব্যর্থতা। বিকেলে সিলেটে নাজমুল হোসেনের দল দ্বিতীয় ইনিংসে ৪৭ রান তুলতে হারিয়েছে ৫ উইকেটে। এর আগে ঢাকায় নিগার সুলতানার দল অলআউট হয়েছে ৯৭ রানে। বেহাল ব্যাটিংয়ের দিনের ছবি দেখুন প্রথম আলোর আলোকচিত্রীর ক্যামেরায়
পেছনে অস্ট্রেলিয়ানদের উল্লাস। দীর্ঘশ্বাস নিয়ে মাঠ ছেড়ে যাওয়া ফারজানা হকের
অন্য প্রান্তে থাকা ব্যাটার আউট। আরেকটি হতাশার মুহূর্ত
হলো না! না পারার যন্ত্রণা মুরশিদা খাতুনের
একজন উঠছেন, আরেকজন নামছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিংর সময় এমন দৃশ্য দেখা গেছে কিছুক্ষণ পরপরই
ম্যাচে আর ব্যাটিং করার সুযোগ নেই। আউট হয়ে গেছেন। তবু মাঠ ছাড়ার সময় শ্যাডো ব্যাটিংয়ের চেষ্টা নিগার সুলতানার
বিশ্ব ফার্নান্ডোর বলে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন মাহমুদুল হাসান। বল ব্যাটে লাগেনি, লেগেছে প্যাডে। আম্পায়ার আঙুল তোলার পর ফার্নান্ডো যখন উল্লাসে মাতোয়ারা, কীভাবে কী হলো বোঝার চেষ্টা মাহমুদুলের, পরে বাঁচেননি রিভিউ নিয়েও
অফ স্টাম্পের অনেক বাইরের বলে ড্রাইভ করতে গেলেন নাজমুল, বল ঠিকানা খুঁজে নিল স্লিপে। ব্যাটিং-ব্যর্থতার মিছিলে অধিনায়কও
শেষ বিকেলে বাংলাদেশের ব্যাটসম্যানদের চেপে ধরতে উইকেটের পেছনে এমন আক্রমণাত্মক ফিল্ডিংই সাজায় শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
প্রথম বলেই এগিয়ে পুল শট খেলতে গিয়ে আউট! লিটন দাসের ইনিংসটা থেমে খুব দৃষ্টিকটুভাবেই। এ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মার্চ মাসেই শূন্য রানে আউট হলেন চারবার (তিন সংস্করণ মিলিয়ে)