ফটো ফিচার

কার সঙ্গে কী কথা তামিমের

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর থেকেই খেলার বাইরে তামিম ইকবাল। কোথায় আছেন, কী করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক? এদিকে উইম্বলডন চলার মধ্যে ঘোরাঘুরির খবর জানাচ্ছেন রাফায়েল নাদাল। আবার ৩৯ বছর বয়সী আন্দ্রেস ইনিয়েস্তা দিয়েছেন নিজেকে প্রস্তুত করে তোলার বার্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকা ক্রীড়াবিদদের দিনযাপনের ছবি দেখুন এই আয়োজনে—
ট্যাক্সিতে বসে আছেন ইমাম–উল–হক, বাইরে দাঁড়িয়ে বাবর আজম। ছবিটি পোস্ট করে ইমামের প্রশ্ন, ‘মানুষজন সব কই?’
সংসারজীবনের ১০ বছর পূর্তিতে স্ত্রী–সন্তানদের নিয়ে জাভি হার্নান্দেজের আনন্দঘন মুহূর্ত
পরিবার নিয়ে ফ্রান্সে ঘুরতে গেছেন দিনেশ কার্তিক। প্যারিসের ডিজনিল্যান্ডে তোলা ছবি
মাত্রই জাপানের ফুটবল ক্লাব ভিসেল কোবে থেকে বিদায় নিয়েছেন। নতুন গন্তব্য ঠিক না হলেও নিজেকে প্রস্তুত রাখছেন আন্দ্রেস ইনিয়েস্তা
শুধু দিনেশ কার্তিক নন, প্যারিসে পরিবারসহ ঘুরতে গেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারও
কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপসের পরিবার। অলিম্পিক সোনাজয়ী ফেলপস ছবিটি পোস্ট করেছেন স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে
লন্ডনে চলছে উইম্বলডন, আর রাফায়েল নাদাল বেরিয়েছেন ঘুরতে। চোটের কারণে কোর্টের বাইরে থাকা এই টেনিস তারকা ছবিটি দিয়ে লিখেছেন, ‘এখন সমুদ্র উপভোগ করছি, কয়েক দিনের জন্য পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।’ সঙ্গে একটি প্রশ্নও জুড়ে দিয়েছেন নাদাল, ‘আমি কি এই অবকাশযাপন নিয়ে তোমাদের হালনাগাদ জানাতে থাকব?’
খেলোয়াড়ি জীবনে প্রতিটি ম্যাচের আগে এভাবে সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে–বসে ছবি তুলতেন। মাঠের পুরোনো বন্ধুদের সঙ্গে আবারও ‘টিম–পোজ’ দিতে পেরে খুশি জিনেদিন জিদান
কার সঙ্গে কী কথা বলছেন তামিম ইকবাল? ছুটিতে থাকা বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক অবশ্য ছবিটিই পোস্ট করেছেন, ক্যাপশনে একটা বর্ণও লেখেননি