ফটো ফিচার

পার্টি সাজে জাহানারা, ক্রিসমাস ছুটিতে বেলিংহাম

বছরের শেষ সময়ে খেলা নেই অনেকেরই। আবার খেলতে গিয়েও সময় নিয়ে ঘুরতে বের হচ্ছেন কেউ কেউ। যে কারণে জুড বেলিংহাম, ফিলিপে কুতিনিওদের পাশাপাশি খেলার ব্যস্ততায় দক্ষিণ আফ্রিকায় যাওয়া রোহিত শর্মা কিংবা নিউজিল্যান্ডে যাওয়া আতহার আলী খানদেরও ঘুরতে দেখা যাচ্ছে। এদিকে বাংলাদেশের জাহানারা আলম গেছেন কোনো একটি অনুষ্ঠানে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
মাউন্ট মঙ্গানুই সৈকতে গিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে ধারাভাষ্য দিতে যাওয়া আতহার আলী খান
স্ত্রী-সন্তান নিয়ে দুবাইয়ে ঘুরতে গেছেন রবিন উথাপ্পা
গলফে ব্যস্ত সাবেক প্রোটিয়া ক্রিকেটার জ্যাক ক্যালিস
দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়ে অবসরে ঘোরাঘুরিও করছেন রোহিত শর্মা, ঋষভ পন্ত, যুজবেন্দ্র চাহালরা
‘ক্রিসমাস বিরতি ভালোই কাটছে’—ছবিটির সঙ্গে নিজেই লিখেছেন জুড বেলিংহাম
ছুটিতে পরিবারের সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপে কুতিনিও
পার্টি সাজে জাহানারা আলম। অবশ্য কোথায় গেছেন, সেটা ইনস্টাগ্রামে লেখেননি