ফটো ফিচার

কিছুই বদলায়নি শামির, নতুন ব্যাট আফিফ–শামীমের

নিউজিল্যান্ড সফরের আগে আফিফ হোসেন ও শামীম হোসেন ভারতে গেছেন নতুন ব্যাট কিনতে। রাজ্য দল বেঙ্গলের সতীর্থদের সঙ্গে দেখা করার পর তাঁদের শুভকামনা জানিয়েছেন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ শামি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন —
স্ত্রী ক্যান্ডিস ফ্যালজোনকে নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ওপেনার ডেভিড ওয়ার্নার
জুমার দিনে সবাইকে সালাম জানিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ
দেশের হয়ে খেলার স্বপ্ন সবারই থাকে। ক্রিস গ্রিনের সেই স্বপ্ন পূরণ হলো আজ। রায়পুরে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের চতুর্থটি খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়ে অভিষেক হলো গ্রিনের। প্রথমবার অস্ট্রেলিয়ার ক্যাপ পরার আনন্দে পরিবারের এক সদস্যকে এভাবেই জড়িয়ে ধরেন ৩০ বছর বয়সী স্পিন বোলিং অলরাউন্ডার
সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর আগে হোটেলে নাশতার টেবিলে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবালের (মাঝে) সঙ্গে মাহমুদুল হাসান ও মুশফিকুর রহিম
স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা এখন খেলেন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটসে। দলের অনুশীলনে তোলা ছবিটা পোস্ট করে তিনি লিখেছেন, ‘মনোযোগ পরের ম্যাচে’
বিশ্বকাপের পর থেকে ছুটি কাটাচ্ছেন মোহাম্মদ শামি। এই সুযোগে গিয়েছিলেন তাঁর রাজ্য দল বেঙ্গল সতীর্থদের সঙ্গে দেখা করতে। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি এই ভারতীয় পেসার এখন বড় মাপের তারকা বনে গেলেও সম্পর্কটা যে আগের মতোই আছে, ছবিটা দিয়ে সেটাই জানিয়েছেন, ‘কিছুই বদলায়নি, তোমরা এখনো সেরা। শুভকামনা বেঙ্গল দল’
বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা হয়নি আফিফ হোসেন ও শামীম হোসেনের। তবে নিউজিল্যান্ড সফরের দলে আছেন তাঁরা। সেই সফরের আগে দুজন ভারতে গেছেন নতুন ব্যাট কিনতে। মিরাটের এসএফ স্যানফোর্ড ব্যাট কারখানায় এভাবেই ক্যামেরাবন্দী হয়েছেন