ফটো ফিচার

অতীতচারী আগাসি, স্নুকারের টেবিলে বাবর

স্নুকারের টেবিলে মনোযোগী বাবর আজম। স্ত্রী স্টেফি গ্রাফের সঙ্গে পুরোনো স্মৃতি স্মরণ টেনিস কিংবদন্তি আন্দ্রে আগাসির। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নির্বাচিত ছবি—
মেয়ের জন্মদিনে পারিবারিক এই ছবি পোস্ট করেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। ক্যাপশনে লিখেছেন, ‘বাবা তোমাকে ভালোবাসে। শুভ জন্মদিন’
চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। সাইকেল চালানোও সম্ভবত নেইমারের পুনর্বাসন প্রক্রিয়ার অংশ। এক সঙ্গীর সঙ্গে সাইকেল চালানোর এই ছবিটি পোস্ট করেছেন আল হিলাল তারকা
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি গ্রায়েম স্মিথের জন্মদিন ছিল গতকাল। পরিবার নিয়ে কেক কাটার এই ছবিটি পোস্ট করেন সাবেক এই ওপেনার
হৃৎপিণ্ডের স্বাস্থ্যগত পরীক্ষা শেষে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা এই ছবিটি পোস্ট করে ক্যাপশনে মনে করিয়ে দিয়েছেন, ‘শেন ওয়ার্ন কিন্তু দেখছেন। তাই দ্রুত পরীক্ষাটা করিয়ে ফেলুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ ফেব্রুয়ারি থেকে টেস্ট খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজের আগে সঙ্গীকে নিয়ে পাহাড়-পর্বত ঘুরলেন নিউজিল্যান্ড তারকা গ্লেন ফিলিপস
একটু কঠিন সময়ই যাচ্ছে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার। কিছুদিন আগে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। দুই খুদেকে কোলে নিয়ে তোলা এ ছবিটি পোস্ট করে সানিয়া লিখেছেন, ‘বাঁচার অবলম্বন’
দুজনেই টেনিস কিংবদন্তি। ঘর বেঁধেছেন দুই যুগের বেশি সময় হয়ে গেল। টেনিস কোর্টে ফেলে আসা দিনগুলো স্মরণ করে ২২টি গ্র্যান্ড স্লামজয়ী স্টেফি গ্রাফের সঙ্গে তোলা এই ছবি পোস্ট করেছেন আন্দ্রে আগাসি
স্নুকার টেবিলে মনোযোগী বাবর আজম