ফটো ফিচার

বাবা দোন্নারুম্মার প্রথম ছবি, ‘গোট’ রোনালদো ও ফর্মুলা ওয়ানে উইল স্মিথ

প্রথম সন্তানের সঙ্গে জিয়ানলুইজি দোন্নারুম্মা, উপহার পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো, ভেনাস উইলিয়ামসের নতুন বই—খেলা ও খেলার বাইরের নির্বাচিত ছবি

‘এই বইটি পড়লে আপনি জানতে পারবেন’—নিজের নতুন বই নিয়ে ফেসবুকে এমন পোস্টই দিয়েছেন ভেনাস উইলিয়ামস। ‘স্ট্রাইভ’ পড়ে মার্কিন টেনিস তারকার জীবনের গল্প থেকে অনুপ্রেরণা নিতে পারেন আপনিও
৯০০ গোলের মাইলফলকটা সর্বশেষ আন্তর্জাতিক উইন্ডোতেই ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক বিরতি শেষে পর্তুগিজ তারকা সৌদি আরবে ফেরার পর ক্লাব আল নাসরের উপহার পেলেন ৯০০ লেখা এই বিশেষ জার্সি
লিভারপুলের খেলা দেখতে আজ অ্যানফিল্ডে ফিরেছিলেন দলটির সাবেক খেলোয়াড় থিয়াগো। এসে প্রিয় দলকে পুঁচকে নটিংহাম ফরেস্টের কাছে হারতে দেখলেন সাবেক এই স্প্যানিশ ফুটবলার
রাগবি খেলা দেখতে যাবেন, প্রিয় দলের জন্য গলা ফাটাতে শক্তি তো লাগবে। তাই আগেই লাঞ্চ সেরে নিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স
প্রথমবার বাবা হয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। নবজাতক সন্তানকে কোলে নিয়ে খাওয়ানোর কাজটাও সারলেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক
তারকারা যেখানেই যান আলো কেড়ে নেন নিজের দিকে। আজারবাইজান গ্রাঁ প্রির প্র্যাকটিস সেশনে গিয়েই যেমনটা করলেন উইল স্মিথ। হলিউড তারকাকে দেখে ছবি তুলতে দাঁড়িয়ে গেলেন ফর্মুলা ওয়ান দল ফেরারির মেকানিকরা।
এমন ভঙ্গিতেই উচ্চতার বার পেরিয়ে যান হাই জাম্পাররা। গতকাল ব্রাসেলসে মেমোরিয়াল ফন ড্যাম ডায়মন্ড লিগে তেমন এক দৃশ্যের জন্ম দিলেন ইউক্রেনের ইয়ারোস্লাভা মাহুচিখ