বিশ্বকাপের ছবি

রোনালদোর কান্না ও মরক্কোর ইতিহাসের রাত

উৎসব ও বিষাদের রাতটা শুরু হলো একই মাঠ থেকে। পর্তুগিজ যুবরাজ যখন কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছিলেন, তখন ইতিহাস গড়ার উৎসব চলছিল মরক্কো দলের। প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করা মরক্কোর উৎসবের রঙ ছড়িয়ে পড়েছে দেশটির রাজধানী রাবাত পৃথিবীর অন্য অনেক নগরীতেও। কান্না ও উৎসবের নির্বাচিত কিছু ছবি—
ভেজা চোখে মাঠ ছেড়ে যাচ্ছেন রোনালদো
ম্যাচ শেষে আর অপেক্ষা করেননি রোনালদো। কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন পর্তুগিজ মহাতারকা
কোচ ওয়াালিদ রেগরাগুইেক এভাবে আকাশে তুলে দিতে চাইলেন মরক্কোর খেলোয়াড়েরা
মরক্কোর ঐতিহাসিক এক রাত। জয়ের পর বাঁধভাঙা উদ্‌যাপন
তিউনিসিয়ার রাজধানী তিউনিসেও হলো মরক্কোর জয় উৎসব
মরক্কো যখন উৎসব করছিল কান্নায় ভাসছিলেন রোনালদো
মরক্কোর পতাকা নিয়ে উদ্‌যাপন হলো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও
দোহার রাস্তায় মরক্কোর উদ্‌যাপন
মরক্কোর রাজধানী রাবাত এখন উৎসবের নগরী
মাকে নিয়ে জয়ের আনন্দে নাচছেন মরক্কো মিডফিল্ডার সোফিয়ান বুফাল