বিয়ের নিমন্ত্রণের পোশাক আর কত কিনবেন ইমাম–উল–হক
বিয়ের নিমন্ত্রণের পোশাক আর কত কিনবেন ইমাম–উল–হক

ফটো ফিচার

বিয়ের নিমন্ত্রণের পোশাক বাছতে বাছতে ক্লান্ত পাকিস্তানি ব্যাটসম্যান

বন্ধু শাদাব খান বিয়ে করে ফেলেছেন। বন্ধু-বান্ধবের বিয়ে খেতে যাওয়ার পোশাক কিনতে কিনতেই পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হকের মনে কি বিয়ের চিন্তা উঁকি দিল! এদিকে ফুটবল ছাড়ার কিছুদিনের মধ্যেই গলফের পিজিএ ট্যুরে বেরিয়েছেন গ্যারেথ বেল। সামাজিক যোগাযোগমাধ্যমে দৈনন্দিন জীবনের নানা ছবি পোস্ট করেন ক্রীড়াজগতের তারকারা। সেই ছবির কয়েকটি নিয়ে আমাদের নিয়মিত ফটো ফিচার—
ফুটবলকে বিদায় বলে এখন গলফে মনোযোগ গ্যারেথ বেলের
ভারতীয় দল মাঠে খেলছে, কিন্তু এর মধ্যেই ছুটি নিয়ে বিয়েটা সেরে ফেলছেন লোকেশ রাহুল
স্প্যাগেটি খেতে মন্দ লাগে না পাওলো দিবালার
সতীর্থরা সবাই বিয়ে করে ফেলছেন। তাদের বিয়ের নিমন্ত্রণের পোশাক বাছতে বাছতে ক্লান্ত ইমাম-উল-হক। ইনস্টাতে সেটিই বলেছেন
প্রিয় পোষ্যদের সঙ্গে কাইল হাভার্টজ