ফটো ফিচার

দিল্লির রাস্তায় কোহলি-আনুশকা আর নেইমারের ‘সবুজ বুধবার’

আইপিএলে গৌতম গম্ভীরের সঙ্গে চলমান বিবাদ ভুলে স্ত্রী আনুশকার সঙ্গে দিল্লির রাস্তায় ঘুরছেন বিরাট কোহলি। সবুজের সমারোহে ডুব দিয়েছেন নেইমার। জন্মদিনে ভাইয়ের মুখে কেক মাখালেন যুবরাজ সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
দুই সপ্তাহ বয়সী কন্যার সঙ্গে এই ছবি পোস্ট করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের স্ত্রী চার্লেন ক্যালিস। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি আমাদের পরিবারকে পূর্ণ করেছ।’
স্ত্রী ইয়েনা পোলার্ডের সঙ্গে খেতে গিয়ে এই ছবি তুলেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ড। ক্যাপশনে লিখেছেন, ‘এ জন্য একে জীবন বলে।’
মাদ্রিদ ওপেনের ম্যাচ দেখতে গিয়ে এভাবেই টেনিস তারকা কার্লোস আলকারাজের সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার সের্হিও রামোস
ভাই জোরাওয়ার সিংয়ের জন্মদিন এভাবে কেক মেখে উদ্‌যাপন করলেন কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং
আইপিএলে ব্যস্ততার ফাঁকে নিজের গলফ খেলার প্রতিভাটাও পরখ করে নিচ্ছেন কিউই পেসার লকি ফার্গুসন
চারপাশের সবুজ পরিবেশের মতো নেইমারের জামার রংও সবুজ। তাই নেইমারের কাছে দিনটিও হয়ে গেল ‘সবুজ বুধবার’
দিল্লির রাস্তায় স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে মুহূর্তটাকে সেলফিবন্দী করলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি