ফটো ফিচার

মম বস সানিয়া মির্জা আর জহির খানের সোনালি দিনে ফেরা

মম বস হওয়ার চেষ্টায় সানিয়া মির্জা, পোশাকটা অন্তত সে রকমই পরেছেন। ভারতের সাবেক পেসার জহির খান করলেন সোনালি দিনের স্মৃতিচারণা। খেলার জগতের নানা রঙের মুহূর্তের ছবি—
ম্যাচ শুরুর আগে অ্যানফিল্ডের গ্যালারিতে মোহাম্মদ সালাহর ছবি আঁকা বিশাল পতাকা নিয়ে লিভারপুলের সমর্থকেরা। ইউরোপা লিগের শেষ ষোলোতে গতকাল স্পার্তা প্রাগের বিপক্ষে নিজেদের মাঠে লিভারপুলের ৬-১ ব্যবধানের জয়ে সালাহ নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের ৩টি গোলে সহায়তা করেছেন
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ওয়েলসে বিএনপি প্যারিবাস ওপেনের কোয়ার্টার ফাইনালে আলকারাজ-জভেরভ ম্যাচে আক্রমণ করেছিল মৌমাছি। মৌমাছি তাড়াতে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করেন এক বিশেষজ্ঞ ব্যক্তি
রমজানের কারণেই হয়তো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ছিল কম। এর মধ্যে সফরকারী শ্রীলঙ্কা দলের সমর্থকই ছিল অনেক। চট্টগ্রামে শ্রীলঙ্কার ম্যাচ থাকলে অবশ্য সব সময়ই দেশটির অনেক সমর্থক উপস্থিতি থাকেন
স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের পুরস্কার অনুষ্ঠানে গিয়েছিলেন কেইন উইলিয়ামসন
মম বস হওয়ার চেষ্টায় সানিয়া মির্জা, পোশাকটা অন্তত সে রকমই পরেছেন। ছবিটি দিয়ে লিখেছেন, ‘মায়েরা তো বসই হয়!’
ভারতের সাবেক পেসার জহির খান করলেন সোনালি দিনের স্মৃতিচারণা। ছবিটি দিয়ে লিখেছেন, ‘সোনালি দিন আর ভালো খাবারে ফিরে তাকানো।’