ফটো ফিচার

স্ত্রীর প্রতি কৃতজ্ঞ ওয়ার্নার, স্ত্রীকে নিয়ে বৃষ্টিতে আকরাম

স্ত্রীর প্রতি ডেভিড ওয়ার্নারের কৃতজ্ঞতা। রোহিত শর্মার মজা। স্ত্রীর সঙ্গে বৃষ্টিতে ভিজছেন ওয়াসিম আকরাম। সাফারি পার্কে অনিল কুম্বলে আর ঘরে ফিরেছেন মারনাস লাবুশেন–মোহাম্মদ সিরাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি।
‘২০২৪ সালে আমরা নিজেদের রিজিনেসের (নিজেকে আকর্ষক করে তোলা) দিকে নজর দেব’—ছবির এই ক্যাপশনে মজা করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা
দলবল নিয়ে সাফারি পার্কে ঘুরতে গিয়েছেন ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে। প্রকৃতির মাঝে স্মৃতি তৈরির কথাও বলেছেন সাবেক এ স্পিনার
দক্ষিণ আফ্রিকায় দুর্দান্ত এক সফর শেষ করে ভারতে ফিরেছেন ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ। ক্যাপশনে ঘরের ফেরার আনন্দের কথাও লিখেছেন এ ক্রিকেটার
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়ে ঘরে ফিরেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা মারনাস লাবুশেন। ঘরে ফিরে সময় দিচ্ছেন নিজের কন্যাকে
ইনস্টাগ্রামে ৭৫ মিলিয়ন অনুসারী হওয়ায় সবাইকে ধন্যবাদ দিয়েছেন রোনালদিনিও
মেলবোর্নের বৃষ্টিতে স্ত্রী শানেইরা আকরামকে নিয়ে ভিজছেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম
ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচের পর একাধিক পোস্টে সমর্থক, কোচ এবং সতীর্থদের ধন্যবাদ দিয়েছেন ডেভিড ওয়ার্নার। এবার আলাদা এক পোস্টে স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অস্ট্রেলিয়ান ওপেনার। দীর্ঘ এই পোস্টে ওয়ার্নার বলেছেন, ক্যান্ডিসের কারণেই তিনি এত দূর আসতে পেরেছেন।