ফটো ফিচার

রকি ভাইয়ের সঙ্গে পান্ডিয়া ব্রাদার্স, ওয়ার্নারের মুখে স্ত্রীর স্তুতি

বছরের শেষ। খেলার মধ্যে না থাকা অনেক তারকাই সময়টা কাজে লাগাচ্ছেন নিজের মতো করে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আবার বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। তাঁরা ব্যস্ত মাঠের দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে। আবার কেউ আছেন ট্রাফিক জ্যামে বসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসতে থাকা তারকাদের দিনলিপির কিছু চিত্র দেখে নিন আজকের ফটো ফিচারে...
চোটের কারণে খেলতে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ও টেস্টে সিরিজে খেলতে পারেননি। খেলবেন না শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। মাঠের বাইরের সময়টা কাজে লাগাচ্ছেন রোহিত শর্মা। পরিবারকে নিয়ে অবসর যাপন করছেন। স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে এই তারকা লিখেছেন, ‘বছরের সেরা সময়।’
ক্যারিয়ারে শততম টেস্ট খেলা ডেভিড ওয়ার্নারের কাছে নিজের জার্সিতে একটা সই নিয়ে রাখলেন লাবুশান।
ট্রাফিক জ্যামে আটকে পড়ে জামাল ভূঁইয়া কতটা বিরক্ত, সেটা তো চোখেমুখেই বোঝা যাচ্ছে।
টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি–খরা কেটেছে এ মাসেই। কাশ্মীরে ঘুরতে গিয়েও যে সময়টা দারুণ কাটছে, তা তো দেখেই বোঝা যাচ্ছে।
কিলিয়ান এমবাপ্পে গোল করেই চলছেন। বিশ্বকাপ ফাইনাল হারের শোক ভুলে স্ত্রাসবুর্গের বিপক্ষে পিএসজিকে জয় এনে দেওয়া এই তারকা ইনস্টাগ্রামে ‘ফিরে আসার বার্তা’ দিয়েছেন।
বলা হয়, প্রত্যেক সফল পুরুষের পেছনেই থাকেন একজন নারী। শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার সেই কথাই ছবির ক্যাপশনে মনে করিয়ে দিলেন এভাবে, ‘ধন্যবাদ, আমার ও মেয়েদের জন্য এতটা কষ্ট করার জন্য। অনেক কিছুই তোমাকে ত্যাগ করতে হয়েছে, কোনো কিছু নিয়ে কখনো অভিযোগ করোনি। তোমার জন্যই এখনো দাপটের সঙ্গে লড়ে যাচ্ছি।’
ভিন্ন দুই ভুবনের তারকা তারা। হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া যখন দাপট দেখান ক্রিকেট মাঠে, তখন যশের দাপট চলে বক্স অফিসে। সাম্প্রতিক সময়ে ভারতের অন্যতম সফল সিনেমা কেজিএফের প্রধান চরিত্রে অভিনয় করেছেন রকি ভাই হিসেবে পরিচিত যশ। কেজিএফের প্রথম দুই কিস্তি সফল হওয়ার পর ভক্তরা এর তৃতীয় কিস্তিও দেখতে চাচ্ছে। হয়তো ‘পান্ডিয়া ব্রাদার্স’ও সেই ভক্তদের মধ্যে আছেন। সে জন্যই যশের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন—‘কেজিএফ ৩’।