লিটন দাস
লিটন দাস

ফটো ফিচার

লিটনের শারদীয় শুভেচ্ছা

নিউজিল্যান্ড থেকেই শুভ মহানবমীর শুভেচ্ছা জানিয়েছেন লিটন দাস। দাতব্য তহবিল গঠনে যুক্তরাজ্যে শোয়েব আখতার। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আগেভাগেই অস্ট্রেলিয়ায় গেছে আফগানিস্তান। দলটির পেস বোলিং কোচ ও সাবেক পাকিস্তান পেসার উমর গুল শুভ সকাল জানিয়েছেন সেখান থেকেই।
আগামী বছর দক্ষিণ আফ্রিকায় হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রফির পাশে রেসি ফন ডার ডুসেন ও সুনে লুস। ফন ডার ডুসেনের আশা, দুর্দান্ত একটি টুর্নামেন্টই হবে।
কুশল মেন্ডিসের এমন পোশাকের পেছনে আলাদা কোনো তাৎপর্য আছে কি না, সেটি অবশ্য জানা যায়নি।
দাতব্য তহবিল সংগ্রহে যুক্তরাজ্যে শোয়েব আখতার। এ ছবি ম্যানচেস্টারে তোলা।
মৌসুম শেষ, আপাতত ঘোরাঘুরির মুডেই আছেন ইংল্যান্ডের নারী দলের ক্রিকেটাররা। পেসার ইসি ওং যেমন গেছেন পর্তুগালের লিসবনে।
অ্যালেক্সিয়া পুতেয়াস ও বার্সেলোনায় তাঁর ১১ নম্বর জার্সি…
‘নতুন কিছু চেষ্টা করো। ভয় পেয়ো না। নিজের স্বস্তির জায়গা থেকে বেরিয়ে এসে গর্জন করো, ঠিক আছে?’, রশিদ খানের ক্যাপশনের অর্থ এমন।
যাঁরা উন্নত একটি ব্রাজিল গড়ার জন্য সংগ্রাম করছেন, তাঁদের পাশেই আছেন—জানিয়েছেন দানি আলভেজ। ‘মুক্ত অবস্থাতেও বন্দিত্ব হচ্ছে সবচেয়ে বড় দাসত্ব’, বলেছেন ব্রাজিলিয়ান তারকা।
ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে আছেন লিটন দাস। নিশ্চিতভাবেই মিস করছেন পরিবারের সঙ্গে দুর্গাপূজা উদ্‌যাপন। আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমেই ‘শুভ মহানবমীর শুভেচ্ছা’ জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার।