ম্যাকাবির জয়ের নায়ক আটজিলি
ম্যাকাবির জয়ের নায়ক আটজিলি

চ্যাম্পিয়নস লিগ

জুভেন্টাসকে হারিয়ে ম্যাকাবির চমক

এ কোন জুভেন্টাস! ম্যাকাবি হাইফার বিপক্ষে ‘তুরিনের বুড়ি’দের খেলা দেখতে দেখতে এমন প্রশ্ন মনে জাগতেই পারে। ইতালিয়ান পরাশক্তিদের সঙ্গে ইসরায়েলের অপরিচিত ক্লাব ম্যাকাবির যে কোনো তুলনাই হয় না।

১৩ বছর আগে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছিল ক্লাবটি। আর ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে জুভেন্টাস প্রতিবারই আসে শিরোপার দাবিদার হয়ে। তবে ঘরের মাঠে আজ রাতে পাশার দানটাই বদলে দিয়েছে ম্যাকাবি। জুভেন্টাসকে ২-০ হারিয়ে চমকের জন্ম দিয়েছে তারা। ম্যাকাবির জয়ে জোড়া গোল করেছেন ওমের আটজিলি।

স্যামি ওফের স্টেডিয়ামে প্রথমার্ধেই ম্যাচের গতিপথ ঠিক করে দেয় ম্যাকাবি। আটজিলির জোড়া গোলে ৪২ মিনিটের মধ্যেই স্বাগতিকেরা এগিয়ে যায় ভালোভাবে। শুধু গোলেই নয়, খেলাতেও শুরুর ৪৫ মিনিটে জুভদের ওপর ছড়ি ঘুরিয়েছে ইসরায়েলি ক্লাবটি।

ম্যাকাবির খেলোয়াড়দের গোল উদ্‌যাপন

বল দখলে সামান্য পিছিয়ে থাকলেও আক্রমণে বেশ এগিয়েই ছিল ম্যাকাবি। ৮টি শট নিয়ে ৪টিই লক্ষ্যে রাখে ম্যাকাবি। বিপরীতে জুভেন্টাসের ৩টি শটের মাত্র ১টি ছিল লক্ষ্যে। দ্বিতীয়ার্ধে পরিসংখ্যানে উন্নতি ঘটালেও, গোলের দেখা আর পায়নি জুভরা।

নিজেদের মাঠে শুরু থেকেই জুভেন্টাসকে চাপে রেখে ম্যাকাবির এগিয়ে যেতে সময় লাগে মাত্র ৭ মিনিট। দারুণ এক ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন আটজিলি।

এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরও বাড়ায় ম্যাকাবি। এর মাঝে জুভেন্টাসের বিপদ বাড়ে চোটে পড়ে আনহেল দি মারিয়া মাঠ ছেড়ে গেলে। বিশ্বকাপের আগে এটি আর্জেন্টাইন সমর্থকদের জন্যও দুঃসংবাদ বটে।

ইতালিয়ান প্রতিপক্ষকে চাপে রেখে ম্যাকাবি লিড বাড়ায় ৪২ মিনিটে। এই গোলটিও আসে আটজিলির কাছ থেকে। ডি-বক্সের ভেতর দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এই ইসরায়েলি ফরোয়ার্ড।

বিরতির পর একাধিক পরিবর্তন এনে আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করে তুরিনের ক্লাবটি। বেশ কয়েকবার গোলের কাছাকাছিও পৌঁছে গিয়েছিল তারা। তবে এরপরও হারের ভাগ্য বদলাতে পারেনি।

জয়ের পর এভাবেই উৎসব করেছে ম্যাকাবি

টানা ৯ ম্যাচ হারার পর এই প্রথম জয়ের দেখা পেল ম্যাকাবি। এটি প্রতিযোগিতায় তাদের তৃতীয় জয়। এর আগে ক্লাবটির সর্বশেষ দুটি জয় এসেছিল ২০০২-০৩ মৌসুমে। বিপরীতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ৬ ম্যাচের ৪টিতেই হারল জুভেন্টাস।

জুভেন্টাসের এমন হতশ্রী দশা অবশ্য এই ম্যাচেই প্রথম নয়। এর আগে সিরি ‘আ’র সর্বশেষ ম্যাচে এসি মিলানের কাছে ২-০ গোলে হেরেছিল তারা।

লিগে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার ৮ নম্বরে আছে জুভরা। সেই ম্যাচের পর যেকোনো মূল্যে ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলেন কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। তবে আজকের এই হারে ঘুরে দাঁড়ানোর বদলে বিপর্যয় আরও বাড়ল ক্লাবটির।