সীমা নেই, দেয়াল নেই, শুধুই আমি আর উন্মুক্ত সাগর—কোথায় গিয়ে বললেন সৌম্য

সৌম্য সরকার গেছেন সমুদ্রে, ক্রিস্টিয়ানো রোনালদো ব্যস্ত অনুশীলনে আর সানিয়া মির্জা হাসছেন প্রাণ খুলে। খেলার জগতের তারকাদের নানা মুহূর্তের ছবি নিয়েই এই আয়োজন।
এমনভাবে হাসছি, যেন কেউ দেখছে না! প্রাণখোলা হাসির ছবিটি দিয়ে এমন ক্যাপশনই দিয়েছেন সানিয়া মির্জা
ইনস্টাগ্রাম
আমরা ফাইনালে—আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে ওঠার পর বার্সেলোনা দলে এমনই আনন্দের জোয়ার
ইনস্টাগ্রাম
ক্রিস্টিয়ানো রোনালদো আর কঠোর পরিশ্রম—এ আর নতুন কী!
ইনস্টাগ্রাম
স্ত্রী কুলিন রুনিকে এভাবেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ওয়েইন রুনি
ইনস্টাগ্রাম
ছবিটিই বলছে, সৌদি আরবের ফুটবলে সুখেই কাটছে করিম বেনজেমার
ইনস্টাগ্রাম
কোথায় বেড়াতে গেছেন, সেটা লেখেননি। তবে জায়গাটা যে সৌম্য সরকারের খুব পছন্দ হয়েছে, সেটা তাঁর লেখাতেই স্পষ্ট। ছবিটি দিয়ে লিখেছেন, ‘কোনো সীমা নেই, দেয়াল নেই, শুধুই আমি আর উন্মুক্ত সাগর।’