ফটো ফিচার

কলকাতার চেন্নাই-জয় আর শাহরুখ-গৌরীদের শিরোপা-উদ্‌যাপন

কাল রাতে আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন কলকাতার অন্যতম মালিক শাহরুখ খান। ম্যাচের পর মাঠে নেমে ট্রফি নিয়ে উদ্‌যাপনও করেছেন এই বলিউড কিংবদন্তি। ছবিতে দেখুন কলকাতার আইপিএল–জয়ের নানা মুহূর্ত
৫৭ বল হাতে রেখেই হায়দরাবাদের ১১৩ রান টপকে গেল কলকাতা নাইট রাইডার্স, সব খেলোয়াড় ছুটে গেলেন মাঠে
ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে এলেন শাহরুখ খান। দর্শকের কাছ থেকে পেলেন অভিনন্দন
দর্শকদের ভালোবাসায় শাহরুখ খানের সাড়া
একা আসেননি, শাহরুখ সঙ্গে নিয়ে এসেছিলেন স্ত্রী-সন্তানদেরও
কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরের দেখা পেতেই কাছে টেনে নেন শাহরুখ
বিনয়ী শাহরুখ!
ট্রফি হাতে আসার পর খেলোয়াড়-কোচিং স্টাফদের সঙ্গে ফ্রেমবন্দী হলেন শাহরুখ
স্ত্রী গৌরী খানকে নিয়ে ট্রফি-জয় উদ্‌যাপন
চেন্নাইয়ের রাতটা হয়ে থাকল শুধুই কলকাতা নাইট রাইডার্সের