ফটো ফিচার

‘ডেরা’য় মোস্তাফিজ, লোহিত সাগরে রোনালদো

আইপিএল খেলতে ভারতে পৌঁছার পর মোস্তাফিজুর রহমানকে স্বাগত জানিয়েছে তাঁর নতুন দল চেন্নাই সুপার কিংস। প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে নিয়ে লোহিত সাগরপাড়ে দারুণ সময় কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়াঙ্গনের তারকাদের ছবি নিয়ে এ আয়োজন—
প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে গত নভেম্বরে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন নাহিদা আক্তার। আজ সেই পুরস্কার হাতে পেয়েছেন ২৪ বছর বয়সী বাঁহাতি স্পিনার
নেটে বড় শট খেলে আইপিএলের প্রস্তুতি সেরে নিচ্ছেন মুম্বাই ইন্ডিয়ানসের রোহিত শর্মা
প্রথমবার একসঙ্গে পিএসএল খেলতে নেমে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে শিরোপা জিতেছেন তিন ভাই নাসিম শাহ, হুনাইন শাহ ও উবাইদ শাহ। ট্রফিটা তাঁরা বাবার হাতে তুলে দিয়েছেন
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে আজ প্রথমবার অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। অনুশীলন শুরুর আগে দলের উদ্দেশে কিছু বলছিলেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
শুক্রবার স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে প্রীতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। ম্যাচ সামনে রেখে ‘ঘরে ফেরা’ ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার নাথান আকে খুদে ভক্তের সঙ্গে সেলফি তুলে আবদার মেটালেন
দুবাইয়ে পরিবারের সঙ্গে ‘অবিশ্বাস্য একটি সপ্তাহ’ পার করলেন। প্রেমিকাকে নিয়ে তোলা ছবিটি পোস্ট করে সেটিই জানিয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জনি বেয়ারস্টো
সামনে সুইডেনের বিপক্ষে ম্যাচ থাকলেও ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। ছুটি পেয়ে রোনালদো তাঁর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে নিয়ে ঘুরতে গেছেন লোহিত সাগরে
আইপিএল খেলতে ভারতে পৌঁছার পর মোস্তাফিজুর রহমানের এই ছবি পোস্ট করেছে তাঁর দল চেন্নাই সুপার কিংস। ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘সাদর সম্ভাষণ, মোস্তাফিজুর! ডেরায় আগমন, বাঁশি বাজাও’