ফটো ফিচার

এক ফ্রেমে ৩৭৬৬৮ রান ও ১৮৩৭ উইকেট

একসঙ্গে চার সাবেক ক্রিকেটার হরভজন সিং, ক্রিস গেইল, ব্রেট লি ও যুবরাজ সিং; আন্তর্জাতিক ক্রিকেটে যাঁদের সম্মিলিত রান ৩৭৬৬৮ ও উইকেট ১৮৩৭। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে ভক্তদের সঙ্গে ওয়ানিন্দু হাসারাঙ্গা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
‘প্রযুক্তি কীভাবে ফুটবল এবং নেতৃত্বের সংস্কৃতি পরিবর্তন করেছে’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিচ্ছেন জার্মান কিংবদন্তি অলিভার কান
নারী দলের অনুশীলন দেখতে কোবহাম ট্রেনিং সেন্টারে গিয়েছেন চেলসির প্রধান কোচ মরিসিও পচেত্তিনো (মাঝে)
স্ত্রী দেবিশা শেঠির সঙ্গে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। ছবিটি পোস্ট করে দেবিশা লিখেছেন, ‘তুমি ও আমি সব সময় এবং চিরকালের’
ডোপ টেস্টে পজিটিভ হয়ে ৪ বছরের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন পল পগবা। তবে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার মাঠের বাইরে বল নিয়ে কারিকুরি ঠিকই চালিয়ে যাচ্ছেন। ক্যাপশনে পগবা লিখেছেন, ‘কেউ নিরাপদ নয়’
২০২১ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর থেকে আবিদ আলীকে আর কখনো পাকিস্তান দলে দেখা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্বোধনী ব্যাটসম্যানের সরব উপস্থিতি প্রায়ই দেখা যায়
ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ ব্যাটের ব্যবসায় জড়িয়েছেন গত বছর। এমকেএস ব্র্যান্ডের সেই ব্যাট তৈরির কারখানায় আজ একসঙ্গে দেখা গেল ইমরুল-মিরাজকে
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ সকালে যুক্তরাষ্ট্রে রওনা হয়েছে শ্রীলঙ্কা দল। দেশ ছাড়ার আগে ভক্তদের সঙ্গে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা
লিফটের রঙের সঙ্গে মিল রেখে রুপালি প্যান্ট পরেছেন সিমোন বাইলস। অলিম্পিকে সোনাজয়ী জিমন্যাস্টের হাতের ব্যাগটাও রুপালি
আগামী জুলাইয়ে ইংল্যান্ডে বসবে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা। বার্মিংহামের এজবাস্টনে হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস। সেই টুর্নামেন্টের প্রচারে একসঙ্গে দেখা গেল ভারতের হরভজন সিং ও যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং অস্ট্রেলিয়ার ব্রেট লিকে। আন্তর্জাতিক ক্রিকেটে যাঁদের সম্মিলিত রান ৩৭৬৬৮ ও উইকেট ১৮৩৭