ফটো ফিচার

গেইলের উড়োজাহাজে ওড়া আর গিলের শক্তি যখন বাধা

উড়োজাহাজে উড়ে কোথায় যাচ্ছেন, সেটা জানাননি ক্রিস গেইল। তবে এটা বলেছেন যে তিনি উড়োজাহাজ চালান না, উড়োজাহাজে ওড়েন! শুবমান গিল আবার নিজের শক্তি মানছেন সামনে আসা বাধাকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার জগতের তারকাদের নিয়ে এই আয়োজন—
কিলিয়ান এমবাপ্পের সময়টা যে খুব ভালো যাচ্ছে, এ ছবিটি সেটাই বলে
কালো পোশাকে নিজেকে খুব পরিপাটি লাগে বলেই বিশ্বাস শেখ মোরছালিনের। এমন পোশাক পরার পর পেছনে তাকানোর আর অবসর নেই বলেও মনে করেন বাংলাদেশের ফুটবলার
পিন্ডিতে ফিরতে পেরে আনন্দিত বাবর আজম
নিজের তৃতীয় সন্তানের পৃথিবীতে আসার ঘোষণা এ ছবিটি পোস্ট করার মাধ্যমে দিয়েছেন কেইন উইলিয়ামসন
শুবমান গিল নিজের শক্তি মানছেন সামনে আসা বাধাকেই
উড়োজাহাজে উড়ে কোথায় যাচ্ছেন, সেটা জানাননি ক্রিস গেইল। তবে এটা বলেছেন যে তিনি উড়োজাহাজ চালান না, উড়োজাহাজে ওড়েন!