ফটো ফিচার

ছবিতে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানির উদ্‌যাপন

প্রথম যেকোনো কিছুই যে বিশেষ! আরিনা সাবালেঙ্কার প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের উদ্‌যাপনটাও তাই যেন বাঁধনহারা। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ইয়েলেনা রিবাকিনাকে হারিয়ে কোর্টেই আনন্দে চোখের জল ঝরিয়েছেন বেলারুশিয়ান টেনিস তারকা। ২৪ বছর বয়সী এই টেনিস তারকার শিরোপা জয়ের উৎসবটা সেখানেই শেষ হয়ে যায়নি; সংবাদ সম্মেলনের টেবিল থেকে শুরু করে লকার রুম, এরপর রীতি অনুযায়ী মেলবোর্নের রয়্যাল গার্ডেনেও শিরোপা জয়ের উচ্ছ্বাস দেখিয়েছেন সাবালেঙ্কা। ছবিতে তাঁর সেই উদ্‌যাপনের গল্প—
ট্রফি জিতে সাবালেঙ্কার আনন্দের হাসি যেন থামছেই না
রয়্যাল গার্ডেনে ট্রফিতে চুমু খাচ্ছেন সাবালেঙ্কা
অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফিটা সামনে রেখে সাবালেঙ্কার বিশেষ পোজ
সাবালেঙ্কার এই সংবাদ সম্মেলন ছিল বিশেষ কিছু। গ্র্যান্ড স্লাম জয়ের পর প্রথম সংবাদ সম্মেলন বলে কথা! টেবিলে অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি, আবেগে আত্মহারা এই টেনিস তারকা
ট্রফি হাতে হাস্যোজ্জ্বল সাবালেঙ্কার নায়িকাসুলভ পোজ
অনেক আরাধ্যর এক ট্রফি। তার সঙ্গে একটা সেলফি না তুললে কি চলে!
ট্রফি সামনে রেখে রয়্যাল গার্ডেনে শ্যাম্পেনের বোতলও খুলেছেন সাবালেঙ্কা
অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি তিনি, মাথায় মুকুট পরবেন না! লকার রুমে সাবালেঙ্কার উদ্‌যাপনটা ছিল এ রকমই
লকার রুমে ট্রফি জড়িয়ে ধরে সাবালেঙ্কা
রয়্যাল গার্ডেনে ট্রফি নিয়ে বোটে ঘুরে বেড়াচ্ছেন সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানির বিশেষ মুহূর্তকে ক্যামেরাবন্দী করতে ব্যস্ত ফটোগ্রাফাররা
রয়্যাল গার্ডেনের লেকে বোটে চড়তে গিয়ে ট্রফিটা উঁচিয়ে ধরলেন সাবালেঙ্কা