নারীদের শীর্ষ বাছাই সিওনতেকের বিদায়
নারীদের শীর্ষ বাছাই সিওনতেকের বিদায়

অস্ট্রেলিয়ান ওপেন

‘খুব বেশি চেয়েছিলেন বলেই’ ছিটকে গেলেন মেয়েদের এক নম্বর খেলোয়াড়

দুটি ফ্রেঞ্চ ওপেন আর একটি ইউএস ওপেন—২১ বছর বয়সী ইগা সিওনতেকের ট্রফি-কেসে গ্র্যান্ড স্লাম জমেছে তিনটি। এবারের অস্ট্রেলিয়া ওপেনে এসেছিলেন অন্যতম ফেবারিট হিসেবে। মেয়েদের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নিজেও খুব করে চাইছিলেন, অস্ট্রেলিয়া ওপেনে প্রথম আর ক্যারিয়ারে চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা জিতবেন।

নিজের কাছে নিজের এই অতিরিক্ত প্রত্যাশার চাপে যেন নুয়ে পড়ছিলেন সিওনতেক। সেই চাপের সঙ্গে লড়াই করে অস্ট্রেলিয়া ওপেনে কঠিন কয়েকটি দিন কাটিয়ে অবশেষে বিদায় নিলেন পোলিশ টেনিস তারকা। মেলবোর্ন পার্কে আজ তাঁকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় করে দিয়েছেন উইম্বলডনের শিরোপাজয়ী ইয়েলেনা রাবিকিনা।

টুর্নামেন্টের ২২তম বাছাই কাজাখস্তানের রাবিকিনার কাছে হারের পর প্রত্যাশার চাপ সামলাতে না পারার কথাই বলেছেন সিওনতেক, ‘নিশ্চিত করেই দুটি সপ্তাহ আমার জন্য খুব কঠিন ছিল। আমি হয়তো একটু বেশিই প্রত্যাশা করে ফেলেছিলাম।’

সিওনতেক এরপর যোগ করেন, ‘আমি চাপ অনুভব করেছি। আমার মনে হয়েছে যে আমি শুধু জয়ই চেয়েছি, হারার কথা ভাবতেও পারিনি।’ জয়ের পর রাবিকিনা বলেছেন, ‘আমি যখনই কোর্টে নামি, নার্ভাস থাকি। তবে আমি শান্ত থাকতে চেষ্টা করি। এটা বিশাল এক জয়। আরেকটি রাউন্ডে যেতে পারি আমি খুশি।’

সিওনতেককে হারিয়েছেন রাবিনিকা

মস্কোতে জন্ম নেওয়া ২৩ বছর বয়সী কাজাখ খেলোয়াড় রাবিকিনা ক্যারিয়ারের দ্বিতীয় শিরোপা জয়ের পথে পরের ম্যাচে কোয়ার্টার ফাইনালে খেলবেন ইয়েলেনা ওস্তাপেঙ্কোর বিপক্ষে। টুর্নামেন্টের ১৭তম বাছাই লাটভিয়ান মেয়েও একটি অঘটনের জন্ম দিয়ে উঠেছেন কোয়ার্টার ফাইনালে। ওস্তাপেঙ্কো ৭-৫, ৬-৩ গেমে হারিয়েছেন টুর্নামেন্টের আরেক ফেবারিট যুক্তরাষ্ট্রের তরুণী কোকো গফকে।