উইম্বলডনের নারী এককের ফাইনালে উঠেছেন ইতালির জাসমিন পাওলিনি
উইম্বলডনের নারী এককের ফাইনালে উঠেছেন ইতালির জাসমিন পাওলিনি

উইম্বলডন

আবারও গ্র্যান্ড স্লামের ফাইনালে সেই পাওলিনি

২০২৪ সালের আগে কোনো গ্র্যান্ড স্লামের তৃতীয় রাউন্ডেও উঠতে পারেননি জাসমিন পাওলিনি; কিন্তু ২০২৪ সালে এসে যেন বদলে গেল ইতালিয়ান নারী টেনিস খেলোয়াড়ের ভাগ্য! অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে বছর শুরু করা পাওলিনি ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেই উঠে যান। ইগা সিওনতেকের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হওয়া পাওলিনি ফাইনালে উঠলেন বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামের নারী এককেও। আজ ক্রোয়েশিয়ার দোনা ভেকিচকে ২-৬, ৬-৪, ৭-৬ (১০/৮) গেমে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন পাওলিনি।

২৮ বছর বয়সী পাওলিনি এবারের আগে তিনবার উইম্বলডনের মূল পর্বে উঠে তিনবারই বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকে। তিনবারের চেষ্টায় উইম্বলডনে একটি ম্যাচও না জেতা সেই পাওলিনি এবার ছয়টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছেন।

এবারের আগে তিনবার উইম্বলডন খেলে তিনবারই প্রথম রাউন্ডে বাদ পড়েছিলেন পাওলিনি

শনিবারের ফাইনালে চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেইচিকোভার বিপক্ষে খেলবেন পাওলিনি। মেয়েদের আরেক সেমিফাইনালে ২০২২ সালের চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনাকে ৩–৬, ৬–৩, ৬–৪ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন ক্রেইচিকোভা।